Advertisement
বড় হয়ে বাবার মতো হব... হ্যালোউইনে 'সত্যান্বেষী' সাজে 'সুপারহিরো'দের টেক্কা গৌরবের ছেলের
কেমন লাগছে গৌরবপুত্রকে এই সাজে?
ছোট্ট ধীরের স্কুলের 'হ্যালোউইন' উদযাপন। প্রতিদিনের থেকে একটু অন্যভাবে সেজে উঠতে হবে বইকি। খুদেকে তাই ছোট্ট 'সত্যান্বেষী' রূপে সাজালেন পর্দার সত্যবতী আর ব্যোমকেশ। অর্থাৎ ঋদ্ধিমা ঘোষ ও গৌরব চক্রবর্তী।
'ব্যোমকেশ' কে বা তাঁর কী পেশা সে সম্পর্কে ছোট্ট ধীর অবগত নয়। সে শুধু জানে তার বাবাকে। বাবা গৌরবই তার কাছে সুপারহিরো। আর তাই বড় হয়ে নয় ছোটবেলাতেই বাবার মতো সাজল সে। গুরুগম্ভীর নয়, ছোট্ট মিষ্টি এই গোয়েন্দাকে দেখে নেটপাড়া ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
ব্যোমকেশ বক্সী' চরিত্রের মতো ধুতি-পাঞ্জাবীতে সেজে উঠল ধীর। তার এই বিশেষ দিনের পোশাকটি তৈরি করেছেন জনপ্রিয় পোশাক ডিজাইনার অভিষেক রায়। এদিন একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋদ্ধিমা ঘোষ। ধীরের সঙ্গে দেখা যাচ্ছে গৌরব ও ঋদ্ধিমা দু'জনকেই।
ক্যাপশনে ঋদ্ধিমা লিখেছেন, 'সকলে যখন স্কুলে হ্যালোউইনে ব্যাটম্যান, স্পাইডারম্যান বা সুপারম্যান সেজে যাচ্ছে। ধীর তখন যাচ্ছে এক্কেবারে 'সত্যান্বেষী' সাজে।'
ঋদ্ধিমা আরও লিখেছেন, ' ধীর হয়তো জানেও না সত্যান্বেষীর বিষয়ে কিছুই কিন্তু ও শুধু একটাই বিষয় জানত। তা হল ওঁর জীবনের সুপারহিরো ওঁর বাবার মতো হতে। আর সেভাবেই ও সেজে উঠেছে।
সঙ্গে ঋদ্ধিমা লিখেছেন, 'পরের বছর ধীর আরও একটু বড় হয়ে যাবে। কে বলতে পারে সেই বছর ধীর হয়তো নিজের ঠাকুরদার মতো করে সাজবে।'
২৯ অক্টোবর, ২০২৫ হারিকেন মেলিসার তাণ্ডবের পর ফুলার্সউড থেকে ব্ল্যাক রিভারে যাওয়ার পথে এক ব্যক্তি জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
২০২৫ সালের ২৯ অক্টোবর জামাইকার সেন্ট এলিজাবেথের ফুলার্সউড কমিউনিটিতে হারিকেন মেলিসার আঘাত হানার পর ভেঙে পড়েছে বাড়ি। (ছবি: রিকার্ডো মাকিন / এএফপি)
Published By: Arani BhattacharyaPosted: 04:56 PM Oct 31, 2025Updated: 06:37 PM Oct 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
