শীতের হাওয়ায় লাগল নাচন... রাজ্যজুড়ে মনোরম পরিবেশ, আরও নামবে পারদ?
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Tap to expand
'শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে।' রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই শীতের বর্নণা করেছিলেন। তবে শীত পুরোপুরি জাঁকিয়ে না বসলেও, রাজ্যজুড়ে এখন শীতের আমেজ। ছবি: অরিজিৎ সাহা
Tap to expand
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। নতুন করে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে খবর। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। ছবি: অরিজিৎ সাহা
Tap to expand
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। সেটাই বজায় থাকবে। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ছবি: অরিজিৎ সাহা
Tap to expand
পুরুলিয়ায় তাপামাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ পেতেই রসের খোঁজে চাষিরা। ছবি: অরিজিৎ সাহা
Tap to expand
উত্তরবঙ্গেও কুয়াশার হালকা চাদর থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ছবি: অরিজিৎ সাহা
Tap to expand
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। রাজ্যে এর কোনও প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে। ছবি: অরিজিৎ সাহা
Published By: Subhankar PatraPosted: 03:18 PM Nov 24, 2024Updated: 03:18 PM Nov 24, 2024
রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।