shono
Advertisement

লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একাধিক সভার পরিকল্পনা৷ The post লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:42 PM Jul 10, 2018Updated: 03:57 PM Apr 22, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে যতটা সম্ভব বেশি আসন পাওয়াই তাঁদের টার্গেট, রাখঢাক না করে আগেই একথা ঘোষণা করেছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব৷ সে লক্ষ্যেই গতমাসে রাজ্যে ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে রাজ্য বিজেপি সূত্রের খবর, কেবল এই দু’টি সভা করেই ক্ষান্ত থাকছেন না প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সবচেয়ে নির্ভরযোগ্য সেনাপতি অমিত শাহ৷ লোকসভার আগে এরাজ্যে লাগাতার জনসভা করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা৷

Advertisement

[যাদবপুরের অচলাবস্থা কাটার ইঙ্গিত, পড়ুয়াদের কাছে অনশন প্রত্যাহারের আরজি কর্তৃপক্ষের]

সূত্রের খবর, ১৬ জুলাই মেদিনীপুরে সভা করার একমাস পর ফের সেপ্টেম্বরে এরাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি। সেইবার উত্তরবঙ্গে জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর৷ পাশাপাশি, অগস্ট মাসে আবারও রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ ওই মাসেই কলকাতার শহিদ মিনার ময়দানে বিশাল জনসমাবেশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপির যুব মোর্চা৷ সূত্রের খবর, সেই সভাতেই হাজির করানো হতে পারে শাহকে৷ এছাড়া সেখানে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে৷ আসন্ন লোকসভায় মহাজোট গড়ে গেরুয়া শিবিরের বিজয় রথ থামাতে তৎপর কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা৷ যাতে মুখ্য ভূমিকা পালন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বারবার দিল্লি গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতৃত্বকে এবার পালটা চাল দিতে তৎপর মোদি-শাহ জুটি৷ রাজধানী ছেড়ে রাজ্যে এসে তাঁরা একাধিক স্থানে বড়বড় জনসভা করতে চাইছেন৷ যাতে তৃণমূল নেতৃত্বকে রাজ্যের মধ্যেই ব্যস্ত করে রাখা যায়৷ কেবল জনসভাই নয়, বিভিন্ন ইস্যুতে রাজ্য বিজেপিকেও বলা হয়েছে আন্দোলনের তেজ বাড়তে৷ ফলে জোড়া ফলায় তৃণমূলকে বিদ্ধ করতে বদ্ধ পরিকর বিজেপি৷

[রামনবমীর পর এবার ঘটা করে রাজ্যে জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত গেরুয়া শিবিরের]

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পরে আগামী ১৬ জুলাই মেদিনীপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা ভোটের আগে কেন্দ্রের ‘কৃষকবন্ধু’ ভাবমূর্তি প্রচারের জন্যই তাঁর এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে৷ পাশাপাশি এর পিছনে আরও একটি উদ্দেশ্য দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে ভাল ফল করেছে বিজেপি। তারপরেই পুরুলিয়াতে জনসভা করে গিয়েছেন সর্বভারতীয় সভাপতি৷ এবার মেদিনীপুরকে কেন্দ্র করে মোদীর সভা জঙ্গলমহলে আরও প্রভাব ফেলতে পারবে বলে বিজেপি নেতৃত্বের আশা।

The post লোকসভার আগে লাগাতার রাজ্য সফরে মোদি-শাহ জুটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement