shono
Advertisement

Breaking News

ভোটের আগে নয়া চমক, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পের সূচনা করলেন মোদি

১০ কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র। The post ভোটের আগে নয়া চমক, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পের সূচনা করলেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM Sep 23, 2018Updated: 03:29 PM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকল্পটি ছিল প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা। কিন্তু তাতে খুব একটা সাড়া মেলেনি। এর আগে দেশের গরিব পরিবারগুলিকে স্বাস্থ্য বিমার আওতায় আনার চেষ্টা করলেও খুব একটা সাড়া মেলেনি। তাই নতুন মোড়কে সূচনা হয়ে গেল আয়ুষ্মাণ ভারত প্রকল্পের। রাঁচিতে প্রকল্পের সূচনা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় গোটা দেশেই একসঙ্গে প্রকল্পটি চালু হল। সরকারের লক্ষ্য গোটা দেশের অন্তত ১০ কোটি পরিবারের ৬০ কোটি সদস্যকে এই প্রকল্পের আওতায় আনা।

Advertisement

 

[জানেন, তিন বছরে স্রেফ প্রকল্পের উদ্বোধনে কত টাকা খরচ করেছে রেল?]

মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কঠিন বা জটিল রোগের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রেখেই এই প্রকল্পটির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঘোষণা হয়েছিল ১৫ আগস্ট লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে। এবার সূচনা হয়ে গেল রাঁচি থেকে। রবিবার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলেও প্রকল্পটি গোটা দেশে চালু হবে আগামী ২৫ সেপ্টেম্বর বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী থেকে। প্রকল্পের আওতায় আসা পরিবারগুলিকে স্বাস্থ্য বিমার কার্ড করাতে হবে। এই প্রকল্পের অধীনে আসা পরিবারগুলির সদস্যরা হাসপাতালে ভরতি হলে শুধুমাত্র একটি পরিচয়পত্র জমা দিলেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। শুধু সরকারি হাসপাতালে না কিছু নির্বাচিত বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই সুবিধা। পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ মিলবে বিনামূল্যে। যদি কোনও পরিবারের সদস্য আগে থেকেই দীর্ঘস্থায়ী রোগে ভোগেন তিনিও এই প্রকল্পের আওতায় পড়বেন। তাঁর চিকিৎসার ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। প্রকল্পের মোট ব্যয়ের ৬০ শতাংশ দেবে কেন্দ্র। বাকি ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে। এখানেই আপত্তি জানিয়েছে বেশ কিছু রাজ্যের অ-বিজেপি সরকার। তাদের দাবি, কেন্দ্র এত সাড়ম্বরে প্রকল্প আনছে তাঁর ব্যয়ভার রাজ্য কেন বহন করবে। এই অভিযোগ তুলে প্রকল্প বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, তেলেঙ্গানা, ওড়িশা, দিল্লি, কেরল এবং পাঞ্জাব সরকার এই প্রকল্প বয়কট করেছে।

[আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবল সামুদ্রিক ঝড়ের মুখে ভারতীয় নৌসেনা জওয়ান]

প্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, “এই নয়া প্রকল্প গোটা দেশকে একটা স্বাস্থ্য হাবে পরিণত করবে। ভারতের কোনও নাগরিকের চিকিৎসায় কোনও সমস্যা হবে না।আমরা সবসয়ম ‘সবকা সাথ সবকা বিকাশ’-এ বিশ্বাস করি, আর বিকাশের এর চেয়ে বড় উদাহরণ হতে পারে না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে এই জনমোহিনী প্রকল্প ঠিকঠাক চালু করতে পারলে তা মোদি সরকারের জন্য তুরুপের তাস হতে পারে।

The post ভোটের আগে নয়া চমক, বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পের সূচনা করলেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement