সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য ক্ষমতার রাশ রয়েছে তাঁর হাতেই। ফের একবার রাষ্ট্রনেতার আসনে বসার জন্য তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিদিনে ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করার বার্তাও দিয়েছেন তিনি।
সোমবার ফলাফল ঘোষণা হয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৮৭.৮ শতাংশ ভোট পেয়ে ফের রাষ্ট্রপ্রধানের কুর্সি দখল করেছেন পুতিন। এদিন ‘বন্ধু’কে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে অনেক অভিনন্দন। ভবিষ্যতে আমরা একযোগে আরও কাজ করব। ভারত ও রাশিয়ার বন্ধুত্ব এবং কৌশলগত সহযোগিতা সময় পরীক্ষিত। আগামিদিনে দুদেশের মধ্যে এই সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে।’
[আরও পড়ুন: ক্ষমতায় ফিরে নাভালনিকে নিয়ে মুখ খুললেন পুতিন, কী বললেন রুশ প্রেসিডেন্ট?]
১৯৯৯ সাল থেকে রাশিয়ার মসনদে রয়েছেন পুতিন। নির্বাচনের আগেই বিশেষজ্ঞরা নিশ্চিত ছিলেন, এবারও জিতবেন তিনি। বিপুল ভোটে এইবারের নির্বাচন জিতে ২০৩০ পর্যন্ত ক্ষমতায় রইলেন পুতিন। এই মেয়াদ যদি শেষ করতে পারেন তাহলে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট থাকার নজির গড়বেন তিনি। টপকে যাবেন জোসেফ স্ট্যালিনকেও।
উল্লেখ্য,অতীতে বহুবার ‘বন্ধু’ মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পুতিন। আসন্ন লোকসভা ভোটে ভারতের প্রধানমন্ত্রীর সাফল্যও কামনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট। গত বছরের ডিসেম্বর মাসে বিদেশমন্ত্রী এস জয়শংকরের রাশিয়া সফরে বড় ঘোষণা করেছিল মস্কো। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, এবার ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অন্তর্গত ভারতে অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে।