shono
Advertisement

জানুয়ারির এই তারিখেই উদ্বোধন রাম মন্দিরের! তারপরই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা

লোকসভার আগে মেরুকরণের সবচেয়ে বড় অস্ত্র হাতে পেয়ে যাচ্ছে বিজেপি।
Posted: 09:55 AM Sep 10, 2023Updated: 09:55 AM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে হিন্দুত্বের সবচেয়ে বড় অস্ত্র হাতে পেয়ে যাচ্ছে বিজেপি। সব ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই উদ্বোধন হয়ে যাবে রাম মন্দিরের (Ram Temple)। ঠিক তার পরপরই ঘোষণা করা হবে লোকসভা ভোটের দিনক্ষণ। এমনটাই সূত্রের খবর।

Advertisement

নয়াদিল্লির প্রগতি ময়দানে যখন গোটা বিশ্বের তাবড় নেতাদের নিয়ে জি-২০ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। ঠিক ওই সময়ই রামমন্দিরের উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে অযোধ্যায় বৈঠকে বসেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কর্তারা। ওই বৈঠকেই ঠিক হয় আগামী ২১-২৪ জানুয়ারির মধ্যে কোনও একটি শুভ দিনে ওই মন্দিরের উদ্বোধন করা হবে। সব ঠিক থাকলে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। আর সেটা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: ‘বোমা মেরে মানচিত্র বদলে দেব’, G-20 বৈঠকের মধ্যেই হুমকি ফোন, হুলস্থুল বারাণসী বিমানবন্দরে]

তবে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে ১৪ জানুয়ারি থেকেই। সেটাও শেষ হবে ২২ জানুয়ারিই। জানা গিয়েছে, রাম মন্দিরের প্রথমতলের কাজ প্রায় সম্পূর্ণ। যেটুকু বাকি রয়েছে তা অক্টোবরে দিওয়ালির আগেই সম্পূর্ণ হয়ে যাবে। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত।

[আরও পড়ুন: G-20: প্রাচীন ভারতের সুরলহরীতে অতিথি আপ্যায়ন, রাষ্ট্রপতির নৈশভোজে বিশেষ আয়োজন]

রাম মন্দির উদ্বোধনের পরই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। ভোটের মুখে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখে আসন্ন লোকসভা (Lok Sabha Eletion) নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement