shono
Advertisement

‘টার্গেট সন্ত্রাস, কাশ্মীরিরা নন’, উপত্যকাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা মোদির

নরেন্দ্র মোদিকে পালটা কটাক্ষ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ The post ‘টার্গেট সন্ত্রাস, কাশ্মীরিরা নন’, উপত্যকাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Feb 23, 2019Updated: 09:08 PM Feb 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে দেশজুড়ে অশান্তির আবহ৷ দেশের বিভিন্ন প্রান্তে হেনস্তার শিকার হচ্ছেন কাশ্মীরিরা৷ কোথাও তাঁদের মারধর করা হচ্ছে, আবার কোথাও তাঁদের ভূস্বর্গে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে৷ এই পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত কাশ্মীরিরা৷ রাজস্থানের টংকের সভা থেকে আতঙ্কিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে সবচেয়ে বেশি কাশ্মীরিরাই ভোগান্তির শিকার হচ্ছেন বলেও দাবি করলেন তিনি৷

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় কাশ্মীরিদের বয়কটের ডাক দেন৷ উত্তপ্ত পরিস্থিতিতে কীভাবে একজন জনপ্রতিনিধি এহেন মন্তব্য করতে পারেন, তা নিয়ে ওঠে সমালোচনার ঝড়৷ তবে তার মাঝেই কখনও মহারাষ্ট্র, কখনও পুণে আবার কখনও পশ্চিমবঙ্গে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে৷ একের পর এক ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কাশ্মীরিদের উপর হামলার প্রতিবাদে রাজস্থানের টংকের সভা থেকে এই প্রথমবার মুখ খুললেন তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘পুলওয়ামায় হামলার পর থেকে সবচেয়ে বেশি হেনস্তার শিকার হচ্ছেন কাশ্মীরিরা৷ কাশ্মীরের জন্য আমাদের লড়াই করতে হবে, কাশ্মীরিরা আমাদের টার্গেট নন৷ এই পরিস্থিতিতে ভারতবাসীর উচিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানো৷’’

[‘কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হবে’, সাংবাদিককে মারধরের পর হুমকি যুব সেনার]

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার পর পালটা টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ টুইটে কটাক্ষ করেই তিনি লেখেন, ‘‘পুলওয়ামায় হামলার পর থেকে দিনের পর দিন কাশ্মীরিদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে৷ প্রধানমন্ত্রী যে শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন সেটাই ভাল৷’’

উল্লেখ্য, দিনকয়েক আগে পশ্চিমবঙ্গের নদিয়ায় এক শাল ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছে৷ রক্তাক্ত অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারও করে৷ এরপর টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ওমর আবদুল্লা৷

The post ‘টার্গেট সন্ত্রাস, কাশ্মীরিরা নন’, উপত্যকাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement