সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ৭৩তম জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সম্মাননীয় ও রাজনৈতিক নেতারা। বিজেপির দলীয় কর্মী ও নেতারা এদিন মহা সমারোহে মোদির জন্মদিন পালনের নানা পরিকল্পনা করেছেন। এদিকে জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডলে মোদিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এই ‘অমৃত কালে’ আপনার দূরদৃষ্টি ও শক্তিশালী নেতৃত্বে আপনি ভারতের সামগ্রিক উন্নয়নকে পথ দেখাবেন, এটাই প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও খুশি থাকুন। আপনার অসামান্য নেতৃত্বে দেশবাসীর উন্নতি হোক।’
এদিকে মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘মোদিজির মধ্যে নেতৃত্ব, সংবেদনশীলতা ও পরিশ্রমের বিরল সংমিশ্রণ দেখা যায়। মোদিজি দেশের ভাবনার স্কেল ও সাইজকে বদলে দিয়েছেন। আর তার ফলেই করোনা টিকা হোক কিংবা চন্দ্রযান ৩-এর সাফল্য, আজ আমাদের তেরঙ্গা বিশ্ব জুড়ে উড়তে শুরু করেছে।’
প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। প্রতি বছরের মতো এদিনও সারাদিন ধরেই চলবে উদযাপন। এদিনই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্পের। কারিগর ও শিল্পীদের সাহায্যার্থে এই প্রকল্পে সাহায্য করা হবে। পাশাপাশি ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার তথা যশোভূমির উদ্বোধনও করবেন মোদি। তাছাড়া দ্বারকা সেক্টর ২১ ও নতুন মেট্রো স্টেশন দ্বারকা সেক্টর ২৫-কে সংযোগকারী সড়কেরও উদ্বোধন করবেন তিনি। এদিন শুরু হতে চলেছে ‘সেবা পাখওয়ারা’ও। চলবে ২ অক্টোবর পর্যন্ত।