সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে যাঁরা দিল্লি মেট্রোর (Delhi metro) সওয়ারি হলেন, তাঁদের অনেকেই এক আশ্চর্য অভিজ্ঞতার শরিক হলেন। দেশের প্রধানমন্ত্রীকে দেখা গেল আর পাঁচজনের মধ্যে বসে সফর করতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তাঁকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে বসে অকপট আড্ডা দিতে। ওটিটির নতুন সিরিজ বা ভাইরাল রিলসের মতো প্রসঙ্গেও উঠে এল সেই আড্ডায়। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অনুষ্ঠানে সেকথা জানালেন খোদ মোদিই।
তিনি বলেন, ”এখানকার পড়ুয়াদের মতোই আমিও আজ মেট্রোয় সফর করলাম। ওদের অনেক কিছু বলার ছিল। বিজ্ঞানের নানা বিষয় থেকে ওটিটির নয়া সিরিজ, ওরা কিছুই বাদ দেয়নি।” রীতিমতো সরস ভঙ্গিতে তিনি বলেন, ”সূর্যের আলোর নিচে ওরা সবই বলছিল। কে এই সিনেমাটা দেখেছে কিংবা ওটিটিতে ওই সিরিজটা খুব ভাল হয়েছে… ওই রিলটা দেখেছেন? এক সমুদ্র বিষয় ছিল ওদের কাছে।” তরুণ এই সহযাত্রীদের সঙ্গে মেট্রো সফর যে তিনি দারুণ উপভোগ করেছেন, সেকথা বারবার বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
[আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনার ধাক্কা সামলে কেমন আছেন? প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী]
এদিন স্টেশন চত্বরে ঢুকে নিজেই টিকিট কেটে ট্রেনে ওঠেন মোদি (PM Modi)। আসলে শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পূর্ব নির্ধারিত সূচি মতোই সেখানে যান মোদি। কিন্তু নিজের ভিভিআইপি গাড়ির কনভয় নিয়ে নয়, মোদি দিল্লি বিশ্ববিদ্যালয়ে যান সাধারণ যাত্রীদের মতো মেট্রোয় চেপে। কর্মব্যস্ত মেট্রোয় তাঁর এই আকস্মিক সফরের সাক্ষী থাকলেন অসংখ্য সাধারণ যাত্রী, যাঁদের সিংহভাগই পড়ুয়া।