shono
Advertisement

Breaking News

নেতাজি জয়ন্তীতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদি

রাজ্যের বকেয়া পুরভোট পরিচালনায় নতুন কমিটি ঘোষণা বিজেপির।
Posted: 08:26 PM Dec 24, 2021Updated: 09:01 PM Dec 24, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নতুন বছরেই ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী ২৩ জানুয়ারি রাজ্যে আসতে পারেন তিনি। ওইদিন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠান আয়োজনের কথা। বিশেষ অনুষ্ঠানেই যোগ দিতে পারেন তিনি। এছাড়া রাজ্যের বকেয়া পুরভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে আসতে পারেন জেপি নাড্ডা। চলতি বছর বঙ্গে আসার কথা বি এল সন্তোষেরও। 

Advertisement

কলকাতা পুরভোটে পর্যুদস্ত হয়েছে বিজেপি। আাগামী বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই হবে রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন। কলকাতা হাই কোর্টে হলফনামা জমা দিয়ে ইতিমধ্যেই সেকথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার বকেয়া পুরভোটের প্রচারে বিশেষ জোর দিতে চায় বিজেপি। কারণ, বঙ্গ বিজেপি নেতৃত্বকে কলকাতা পুরভোটে সেভাবে কোমর বেঁধে প্রচার চালাতে দেখা যায়নি। দলীয় বৈঠকে প্রচারবিমুখ নেতাদের ধমক দিয়েছিলেন খোদ অমিত মালব্য। সংগঠনকে চাঙ্গা করতে এবার আগামী ৯ জানুয়ায়ি বঙ্গে আসতে পারেন জে পি নাড্ডা। তার আগে আগামী ২৭ ডিসেম্বর বি এল সন্তোষেরও বাংলায় আসার কথা।

[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]

কলকাতা পুরভোটের পর সদ্যই রাজ্য কমিটি তৈরি করেছে বিজেপি। রাজ্য কমিটি তৈরির পর প্রথম বৈঠক ছিল শুক্রবার। বৈঠকে অশান্তির আশঙ্কায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।

ওই বৈঠকেই পুর নির্বাচন পরিচালনার জন্য নতুন কমিটি ঘোষণা করল বিজেপি। কমিটির আহ্বায়ক জ্যোর্তিময় সিং মাহাতো। এছাড়াও কমিটিতে রয়েছেন শংকর গুহ, অর্জুন সিং, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, নবারুণ নায়েক এবং বিদ্যাসাগর চক্রবর্তী। পুর নির্বাচন পরিচালনার জন্য নতুন কমিটি গঠন ছাড়াও এদিনের বৈঠকে মূলত দু’টি বিষয় নিয়ে আলোচনা হয়। জেলায় জেলায়  ‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও’ বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। এছাড়া নবান্ন অভিযানের পরিকল্পনাও রয়েছে তাদের।

[আরও পড়ুন: পরকীয়ার টান? ৫ বছরের ছেলেকে নিয়ে উধাও পিংলার গৃহবধূ, ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement