shono
Advertisement

সারমেয়র সৎকার নিয়ে বিবাদ! পুলিশের দ্বারস্থ মহিলা

অভিযোগ নিতে গিয়ে হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা৷
Posted: 09:51 PM Nov 21, 2018Updated: 07:11 PM Mar 30, 2019

অর্ণব আইচ: সারমেয়র মালকিন বদল হয়ে গিয়েছিল আগেই৷ তা যদিও হয়েছিল একেবারে আলোচনার মাধ্যমেই৷ আচমকাই সারমেয়র মৃত্যু৷ আর তাতেই বাধল যত গন্ডগোল৷ পুরনো না নতুন মালকিন, কে করবেন সারমেয়র শেষকৃত্য? তা নিয়েও বিবাদ বাধল দু’পক্ষের৷ বিবাদের জল গড়াল থানা পর্যন্ত৷ পুলিশের হস্তক্ষেপে যদিও অবশেষে সৎকার হল ওই সারমেয়র৷ খাস কলকাতা শহরের এই ঘটনায় হতবাক গড়িয়াহাট থানার পুলিশ৷

Advertisement

[প্রতিদিন নিজ হাতেই স্কুলের শৌচাগার পরিষ্কার করেন প্রধান শিক্ষক]

গড়িয়াহাট থানা লাগোয়া এলাকার বাসিন্দা পিয়ালি কর্মকার এবং সঞ্চিতা দত্ত৷ দুজনেই পশুপ্রেমী৷ সারমেয়দের নিয়েই তাঁদের জগৎ৷ সঞ্চিতা চলতি বছরের আগস্টে পাঁচটি সারমেয় পিয়ালিকে দেন৷ পিয়ালি দিব্যি সামলাচ্ছিলেন তাদের৷ খাওয়াদাওয়া থেকে ওষুধ সবকিছুরই বন্দোবস্ত করেছিলেন পিয়ালি৷ ওই পাঁচটির মধ্যে মঙ্গলবার আচমকাই পিয়ালির দেখভালে থাকা একটি সারমেয় মারা যায়৷ সঞ্চিতাকে সারমেয়র মৃত্যুর খবর জানান পিয়ালি৷ কে করবেন সৎকার, পিয়ালি নাকি সঞ্চিতা তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়৷ নিজেদের সিদ্ধান্ত থেকে নড়বেন না দুজনেই৷ এগিয়ে গিয়ে সারমেয়র শেষকৃত্যর দায়িত্ব কাঁধে তুলে নিতে চাননি পিয়ালি-সঞ্চিতা কেউই৷

[একেই বলে প্রেম, কাঁধে গুলি খেয়েও বিয়ের পিঁড়িতে বসলেন বর]

সঞ্চিতা সিদ্ধান্ত নেন এই সমস্যার সমাধানে থানার দ্বারস্থ হবেন৷ ভাবলেন যা, করলেনও তা৷ গড়িয়াহাট থানার দ্বারস্থ হন সঞ্চিতা৷ পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনা জানান৷ পিয়ালির কাছে সারমেয় থাকা সত্ত্বেও বন্দোবস্ত করছেন না বলে অভিযোগ করেন সঞ্চিতা৷ সারাদিন একাধিক দুষ্কর্মের অভিযোগ পান পুলিশ আধিকারিকরা৷ কিন্তু সারমেয়র শেষকৃত্য নিয়ে অভিযোগ দায়ের করবেন কেউ, তা স্বপ্নেও ভাবেনি গড়িয়াহাট থানার পুলিশ৷ এমন অভিযোগ পেয়ে প্রথম হতচকিত হয়ে যান পুলিশ আধিকারিকরা তা আর বলার অপেক্ষা রাখে না৷ পরে সারমেয়র শেষকৃত্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন আধিকারিকরা৷ পুলিশের উপস্থিতিতেই সৎকার করা হয় সারমেয়র৷ নিজের কাছে থাকা বাকি চারটি সারমেয় সঞ্চিতাকে ফিরিয়ে দেন পিয়ালি৷ এরপরই স্বাভাবিক হয় গোটা পরিস্থিতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement