shono
Advertisement

পুলিশের হাতে গ্রেপ্তার উরফি জাভেদ? ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

কয়েকদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন উরফি।
Posted: 09:20 AM Nov 03, 2023Updated: 09:08 AM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হল উরফি জাভেদের গ্রেপ্তারির ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি কফি শপ থেকে দুই মহিলা অফিসার উরফির হাত ধরে গাড়িতে ওঠাচ্ছেন। এমনকী, ভিডিওতে শোনা গিয়েছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসাও করছেন, কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে? তাহলে কি বোল্ড পোশাক পরার জন্যই এই গ্রেপ্তার?

Advertisement

নানা সময়ই নানারকম ভিডিও আপলোড করতে থাকেন উরফি। বেশিরভাগ সময়ই আজব ফ্যাশনের জন্য়ই উরফির ভিডিও হয় ভাইরাল। নেটিজেনরা মনে করছেন, এই ভিডিওটিও উরফি করেছেন মজার ছলে। কেননা, এখনও পর্যন্ত মুম্বই পুলিশ বা উরফির কাছ থেকে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ প্রতিদিন এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement