shono
Advertisement

Breaking News

‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’ছবি বানিয়ে ভুয়ো পোস্ট, দু’জনকে নোটিস পাঠাল পুলিশ

চারদিনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে।
Posted: 09:08 AM Apr 12, 2023Updated: 10:40 AM Apr 13, 2023

স্টাফ রিপোর্টার: যে দু’জনের প্রোফাইল ব‌্যবহার করে কেওড়াতলা মহাশ্মশান নিয়ে সমাজ মাধ‌্যমে ভুয়ো পোস্ট করা হয়েছিল তাঁদের নোটিস ধরাল কলকাতা পুলিশ। কে এই পোস্টটি তৈরি করেছে তার খোঁজ করছে লালবাজার।

Advertisement

ঘটনাটা ঠিক কী? কেওড়াতলা শ্মশানের ছবির উপর ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’ লেখা সোশ‌্যাল মিডিয়ায় একটি পোস্টটি ঘুরছিল। এই পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। শ্মশানে সরকারের এই ধরনের কর্মসূচি নিয়ে তীব্র নিন্দাও করেন অনেকে। ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পোস্টটি ভুয়ো। কেওড়াতলা শ্মশানে এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণ করা হয়নি বলেও রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়।

[আরও পড়ুন: নাটকে রাষ্ট্রীয় সন্ত্রাস তুলে ধরার চেষ্টা, রানঘাটে নাট্যকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

৮৮ নম্বর ওয়ার্ডে রয়েছে কেওড়াতলা শ্মশান। স্থানীয় কাউন্সিলর মালা রায় নিজেই জানিয়েছেন, শ্মশান এই ধরনের কোনও কাজ হয়নি। যে ওই পোস্ট করেছে তাকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশ ব‌্যবস্থা নিচ্ছে। সরকারকে কুৎসা করতে গিয়ে এই ধরনের পোস্টের তীব্র নিন্দা করে মুখ‌্যমন্ত্রীও বিষয়টি তদন্ত করে দেখতে কলকাতা নগোরপালকে নির্দেশ দিয়েছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকেও টালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ৪৩ ধারায় তথ‌্য প্রযুক্তি আইনে ১৫৩এ, ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ধারায় মামলা করা হয়।

ভুয়ো পোস্টটি যাতে সরিয়ে নেওয়া হয়, তার জন্য লালবাজার ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সেইসঙ্গে সমাজ মাধ‌্যমে যে এই ধরনের ভুয়ো পোস্ট ছড়িয়েছিল, তাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। লালবাজার জানিয়েছে, সোশ‌্যাল সাইটে কেওড়াতলা মহাশ্মশান নিয়ে ভুয়ো পোস্ট করা হয়। যে দু’জনের প্রোফাইল থেকে এই পোস্ট করা হয়েছিল তাদের ই-মেল মারফত নোটিস পাঠানো হয়েছে। চারদিনের মধ্যে হাজিরা দিতে হবে।

[আরও পড়ুন: ২০২৪-এ তিনশোর বেশি আসন পেয়ে ফের ক্ষমতায় বিজেপি! টার্গেট বাঁধলেন অমিত শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার