shono
Advertisement

৪০% কমিশনে বাতিল টাকা বদলে শামিল নেতারাই

সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের এক সাংবাদিক টাকা বদলে দেওয়ার জন্য যোগাযোগ করেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে৷ The post ৪০% কমিশনে বাতিল টাকা বদলে শামিল নেতারাই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:03 PM Dec 14, 2016Updated: 10:34 AM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার কারবার রুখতেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু এক মাস পরে দেখা যাচ্ছে, নিয়মের ফাঁক গলেই সাদা হচ্ছে কালো টাকা৷ আয়কর দফতরের অভিযানে যে পরিমাণ কালো টাকা ধরা পড়ছে তার প্রায় সবই নতুন নোট৷ কালো টাকা সাদা করার চক্র যে দেশে পুরোমাত্রায় সক্রিয় তা বলার অপেক্ষা রাখে না৷ আর দেখা যাচ্ছে, এ কাজে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই৷ কমিশনের বিনিময়ে কোটি কোটি টাকা বদলে দেওয়ার আশ্বাস দিচ্ছেন নেতারাই৷

Advertisement

নোট বাতিল নিয়ে কেন্দ্রর সিদ্ধান্তের বিরোধিতায় সরব অন্যান্য দলগুলি৷ সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ৷ সংসদের শীতকালীন অধিবেশনেও অচলাবস্থা জারি৷ তবে শুধু এই করেই ক্ষান্ত নন রাজনৈতিক নেতারা৷ কমিশন নিয়ে কালো টাকা সাদা করার চক্রে শামিল তাঁরা নিজেরাও৷ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের স্টিং অপারেশনে ফাঁস হল এই তথ্য৷

দেখা গিয়েছে, এই কাজে হাজির প্রায় সব দলের নেতারাই৷ কংগ্রেস থেকে এনসিপি, সপা থেকে বিএসপি-র নেতারা তো আছেনই৷ এমনকী যে নীতিশ কুমার মোদির সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তাঁর দল জেডিইউ-এর নেতাও জড়িত এ কাজে৷

সর্বভারতীয় এই সংবাদমাধ্যমের এক সাংবাদিক টাকা বদলে দেওয়ার জন্য যোগাযোগ করেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে৷ তাঁদের মধ্যে আছেন সমাজাবাদী পার্টির টিটু যাদব৷ তিনি ৪০ শতাংশ কমিশনের বিনিময়ে টাকা বদলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন৷ কংগ্রেসের তারিক সিদ্দিকি আবার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সাংবাদিকের যোগাযোগ করিয়ে দেবেন বলেছিলেন৷ তালিকায় আছেন এনসিপি নেতা রবি কুমার,  জেডিইউ-এর সতীশ সাহানিরাও৷

নিয়মের ফাঁক গলে দেশে কীভাবে কোটি কোটি টাকা নতুন নোটে বদলে যাচ্ছিল তা নিয়ে ছিল নানা ধন্দ৷ এই স্টিং অপারেশন যেন তা অনেকটাই কাটাল৷

The post ৪০% কমিশনে বাতিল টাকা বদলে শামিল নেতারাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement