shono
Advertisement
Charanjit Channi

পুলওয়ামার ধাঁচে পুঞ্চে হামলা, 'বিজেপির প্রাক-নির্বাচনী স্টান্ট', বিস্ফোরক চান্নি

Published By: Kishore GhoshPosted: 07:37 PM May 05, 2024Updated: 07:37 PM May 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মধ্যে পুলওয়ামার (Pulwama) ছায়া কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চে। বায়ুসেনার একটি গাড়ি-সহ সেনার কনভয়ে জঙ্গি হামলা হয়েছে। এই ঘটনায় সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হয়েছেন বায়ুসেনার ১ জওয়ান। এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। তাঁর দাবি, নির্বাচনে সুবিধা পেতে পুলওয়ামার ধাঁচে পুঞ্চের ঘটনা বিজেপিই (BJP) ঘটিয়েছে। আপ নেতার মন্তব্য শোরগোল শুরু হয়েছে।

Advertisement

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'এই ঘটনা সাজানো, জঙ্গি হামলা নয়। এটা বিজেপির প্রাক নির্বাচনী স্টান্ট ছাড়া কিছু নয়। এর কোনও সত্যতা নেই। বিজেপি মানুষের মৃত্যুর বিনিময়ে রাজনীতি করছে।' চান্নি আরও বলেন, 'যখনই ভোট আসে, তখনই এই ধরনের কাণ্ড ঘটানো হয়ে থাকে। গতবার লোকসভা ভোটের সময়ও ঘটেছিল।' উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় বায়ুসেনা জওয়ানদের একটি কনভয় সুরানকোট এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই রাস্তার পাশের এক সরকারি স্কুল থেকে বেরিয়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় শহিদ হন ১ বায়ুসেনা জওয়ান। আহত হন আরও ৫ জন।

 

[আরও পড়ুন: আরও বিপাকে যৌন হেনস্তায় অভিযুক্ত রেভান্না, এবার ব্লু কর্নার নোটিস জারি করল CBI]

এই ঘটনার সঙ্গে মিল রয়েছে ২০১৯-এ সেনা কনভয়ে ভয়াবহ হামলার। লোকসভা নির্বাচনের ঠিক আগে ১৪ ফেব্রুয়ারি ঘটেছিল পুলওয়ামার ঘটনা। ওই হামলায় মারা যান প্রায় ৪০ জন সেনা। তারপরেই হয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’। নরেন্দ্র মোদির সরকার দাবি করে, পাকিস্তানে মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা। যদিও মোদি সরকারের ওই অপারেশন নিয়ে চার বছর পর প্রশ্ন তুলে তদন্তের দাবি জানান কংগ্রেসের রাজস্থানের শীর্ষ নেতা সুখজিন্দর সিং রানধাওয়া। পরবর্তী সময়ে পুলওয়ামার ঘটনা নিয়ে কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়েছিল। এদিন পুঞ্চের ঘটনায় একই ধরনের অভিযোগ আনলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নি।

 

[আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পুলিশের সামনে দুই যুবককে পিটিয়ে ‘খুন’ মেঘালয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ঘটনার সঙ্গে মিল রয়েছে ২০১৯-এর সেনা কনভয়ে হামলার।
  • শনিবার সন্ধ্যায় বায়ুসেনা জওয়ানদের একটি কনভয় সুরানকোট এলাকা দিয়ে যাচ্ছিল।
Advertisement