সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজ বসে যাওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তিলোত্তমায়৷ পোস্তা, মাঝেরহাটের পর এবার কি তবে টালিগঞ্জ ও করুণাময়ী সংযোগকারী ব্রিজও ভেঙে পড়বে? সেই প্রশ্নই দানা বেঁধেছে আমজনতার মনে৷ খুব তাড়াতাড়ি ওই ব্রিজ সারিয়ে তোলা হবে বলেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রবিবার সকালে ওই ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হয়৷
[বর্ধমানের নির্যাতিতা বৃদ্ধার সঙ্গে সেলফি আইসিইউতে, সমাজসেবীদের তাণ্ডব]
২০১৩ সালে উল্টোডাঙা৷ ২০১৬ সালে পোস্তা৷ চলতি বছরের ৪ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ৷ মাত্র পাঁচ বছরে একের পর এক ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি হয়েছে অনেকেরই৷ আতঙ্কিত শহরবাসী৷ ব্রিজে উঠলেই এখন বুক দুর দুর করে অনেকেরই৷ এরই মাঝে ফের শহরে ব্রিজ বিপত্তি৷ শনিবার দুপুরে আচমকাই বসে যায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং করুণাময়ী সংযোগকারী ব্রিজের একটি অংশ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকে ব্রিজ বসে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন তাঁরা৷ দুপুরে ব্রিজের বসে যাওয়া অংশ পরিসরে বৃদ্ধি পায়৷ তাতেই শোরগোল পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজের অবস্থার অবনতি হয়েছে৷ তা সত্ত্বেও ব্রিজ সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি কেএমডিএ৷ তাই ব্রিজের একাংশ বসে গিয়েছে বলেও অভিযোগ তাঁদের৷
[খারাপ আবহাওয়ায় ভেস্তে যেতে পারে পুজোর সমস্ত প্ল্যানিং]
টালিগঞ্জ ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমডিএ-র৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান কেএমডিএ-র আধিকারিকরা৷ তাঁদের দাবি, এক্সপ্যানশন জয়েন্টে সমস্যার কারণে ব্রিজের একাংশ বসে গিয়েছে৷ আধিকারিকরা বলেন, ‘‘টালিগঞ্জ থেকে করুণাময়ী সংযোগকারী ওই ব্রিজের এক্সপ্যানশন জয়েন্ট বুজিয়ে দেওয়া হয়েছে৷ বসে যাওয়া অংশটি আপাতত লোহার পাত দিয়ে ঘিরে ফেলাও হয়েছে৷’’ ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷’’ যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজ সংস্কারের কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷
The post টালিগঞ্জে বসে যাওয়া সেতুতে যান নিয়ন্ত্রণ, দ্রুত সংস্কারের আশ্বাস পুরমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.