shono
Advertisement

টালিগঞ্জে বসে যাওয়া সেতুতে যান নিয়ন্ত্রণ, দ্রুত সংস্কারের আশ্বাস পুরমন্ত্রীর

দ্রুত ব্রিজ সংস্কারের আশ্বাস পুরমন্ত্রীর৷ The post টালিগঞ্জে বসে যাওয়া সেতুতে যান নিয়ন্ত্রণ, দ্রুত সংস্কারের আশ্বাস পুরমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:03 PM Sep 23, 2018Updated: 12:43 PM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজ বসে যাওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তিলোত্তমায়৷ পোস্তা, মাঝেরহাটের পর এবার কি তবে টালিগঞ্জ ও করুণাময়ী সংযোগকারী ব্রিজও ভেঙে পড়বে? সেই প্রশ্নই দানা বেঁধেছে আমজনতার মনে৷ খুব তাড়াতাড়ি ওই ব্রিজ সারিয়ে তোলা হবে বলেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রবিবার সকালে ওই ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হয়৷  

Advertisement

[বর্ধমানের নির্যাতিতা বৃদ্ধার সঙ্গে সেলফি আইসিইউতে, সমাজসেবীদের তাণ্ডব]

২০১৩ সালে উল্টোডাঙা৷ ২০১৬ সালে পোস্তা৷ চলতি বছরের ৪ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ৷ মাত্র পাঁচ বছরে একের পর এক ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি হয়েছে অনেকেরই৷ আতঙ্কিত শহরবাসী৷ ব্রিজে উঠলেই এখন বুক দুর দুর করে অনেকেরই৷ এরই মাঝে ফের শহরে ব্রিজ বিপত্তি৷ শনিবার দুপুরে আচমকাই বসে যায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং করুণাময়ী সংযোগকারী ব্রিজের একটি অংশ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল থেকে ব্রিজ বসে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন তাঁরা৷ দুপুরে ব্রিজের বসে যাওয়া অংশ পরিসরে বৃদ্ধি পায়৷ তাতেই শোরগোল পড়ে যায়৷ স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজের অবস্থার অবনতি হয়েছে৷ তা সত্ত্বেও ব্রিজ সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি কেএমডিএ৷ তাই ব্রিজের একাংশ বসে গিয়েছে বলেও অভিযোগ তাঁদের৷

[খারাপ আবহাওয়ায় ভেস্তে যেতে পারে পুজোর সমস্ত প্ল্যানিং]

টালিগঞ্জ ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমডিএ-র৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান কেএমডিএ-র আধিকারিকরা৷ তাঁদের দাবি, এক্সপ্যানশন জয়েন্টে সমস্যার কারণে ব্রিজের একাংশ বসে গিয়েছে৷ আধিকারিকরা বলেন, ‘‘টালিগঞ্জ থেকে করুণাময়ী সংযোগকারী ওই ব্রিজের এক্সপ্যানশন জয়েন্ট বুজিয়ে দেওয়া হয়েছে৷ বসে যাওয়া অংশটি আপাতত লোহার পাত দিয়ে ঘিরে ফেলাও হয়েছে৷’’ ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷’’ যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজ সংস্কারের কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী৷

The post টালিগঞ্জে বসে যাওয়া সেতুতে যান নিয়ন্ত্রণ, দ্রুত সংস্কারের আশ্বাস পুরমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement