সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেনাকাটা করতে যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য জুন মাসের শেষে অকাল দীপাবলি এসে হাজির হয়েছে যেন! কারনটা আর কিছুই নয়, পয়লা জুলাই থেকে চালু হতে চলা জিএসটি। জিএসটি চালু হওয়ার আগে যেন ছাড়ের বন্যা শুরু হয়েছে। ‘বিগ বাজার’ই হোক বা ই-কমার্স সাইট ‘আমাজন’, ডিসকাউন্ট দিচ্ছে প্রায় সবাই।
অনেকেই বলছেন, জিএসটি চালু হয়ে গেলে কোন কোন জিনিসের দাম বাড়বে আর কোন কোন জিনিসের দাম কমবে-সেটা এখনও স্পষ্ট বুঝে উঠতে পারছেন না। বা বুঝতে পারলেও এখন জল মাপছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফিউচার্স গ্রুপের বিগ বাজারে শুরু হচ্ছে প্রাক-জিএসটি ‘সেল’। মিলবে ২২ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্লিপকার্টেও একই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে সেল। ফ্লিপকার্টের প্রতিদ্বন্দ্বী আমাজন ইতিমধ্যেই নির্বাচিত পণ্যে ৪০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। মূলত টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজের মতো বৈদ্যুতিন পণ্যের উপরে মিলছে এই ছাড়। তবে জিএসটির আগে এই ব্যাপক ছাড় দেওয়ায় সংস্থার কত লাভ বা ক্ষতি হয়েছে, সে বিষয়ে মুখ খোলেননি সংস্থার সেলস টিমের সদস্যরা।
তবে এতসব ভাবতে নারাজ ‘শপাহলিকস’রা। মুম্বইয়ের বাসিন্দা ৩৫ বছরের মুকেশ বলছেন, “১ লক্ষ টাকার টিভি যদি ৬০ হাজারে মেলে তাহলে না কিনে উপায় কী বলুন তো?” ইনফিনিটি রিটেলের চিফ মার্কেটিং অফিসার রীতেশ ঘোষাল বলছেন, “বেশিরভাগ বিক্রেতাই ছয় মাস বা তার থেকেও পুরনো স্টক খালি করতে উদ্যোগী হয়েছেন। কারণ, জিএসটি চালু হয়ে গেলে তাঁরা পুরোপুরি লাভ ওঠাতে পারবেন না বলে ভাবছেন।” বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটা অনেকটা এন্ড অফ সিজন সেলের মতো। বাঙালিদের যেমন চৈত্র সেল। পেটিএমের মতো মোবাইল ওয়ালেট সংস্থা সম্প্রতি অনলাইন স্টোর ‘পেটিএম মল’ খুলেছে। সংস্থার সিওও অমিত সিনহা বলছেন, “গত এক মাসে ওয়েবসাইটের ট্রাফিক বেড়েছে প্রায় তিনগুণ।”
The post জুনেই অকাল দীপাবলি! দুর্দান্ত অফারের লাভ ওঠানোর বাকি মাত্র ৩৬ ঘন্টা appeared first on Sangbad Pratidin.