shono
Advertisement
Sikkim

দুর্নীতির দায়ে জেল হয়েছিল, দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সেই প্রেম

সোমবার পালজোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য।
Published By: Amit Kumar DasPosted: 06:42 PM Jun 10, 2024Updated: 06:42 PM Jun 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার (SKM) প্রধান প্রেম সিং তামাং। সোমবার পালজোর স্টেডিয়ামে সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য শপথবাক্য পাঠ করালেন প্রেমকে। ২০২৪-এর বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরকে কার্যত ধুলিস্যাৎ করার পর হিমালয় ঘেরা ছোট্ট সিকিমের মুখ্যমন্ত্রী পদে বসলেন একদা দুর্নীতির দায়ে জেলখাটা প্রেম সিং তামাং।

Advertisement

গত ৪ জুন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রকাশ্যে এসেছিল ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভা নির্বাচনের ফলাফল। যেখানে দেখা যায়, বিরোধী শিবির সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টকে (এসডিএফ) কার্যত ধুয়ে মুছে সাফ করে ৩১টি আসন জিতেছে প্রেম সিংয়ের দল এসকেএম। মাত্র একটি আসন পেয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল এসডিএফ। ভোট শতাংশের হিসেবে এসকেএম পেয়েছে ৫৭ শতাংশ ভোট এবং এসডিএফ মাত্র ২৭ শতাংশ। এই পাহাড়ি রাজ্যে একটি আসন পায়নি বিজেপি ও কংগ্রেস। ভোটের ফল প্রকাশের ৬ দিন পর সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রেম সিং। তার পাশাপাশি রাজ্যপাল এদিন শপথবাক্য পাঠ করান তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের।

[আরও পড়ুন: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?]

উল্লেখ্য, একটা সময় পবনকুমার চামলিংয়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫৬ বছর বয়সি প্রেম সিং তামাং। তবে দলের অন্দরে তুমুল মতানৈক্যের জেরে এসডিএফ ছেড়ে এসকেএম দল গঠন করেন তিনি। নব্বইয়ের দশকে চামলিং মন্ত্রিসভায় থাকাকালীন আর্থিক তছরুপের অভিযোগে ২০১৬ সালে জেলের সাজা হয় তাঁর। যার জেরে যায় বিধায়ক পদ। তাতে অবশ্য দমে যাননি তামাং। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে চামলিংকে ক্ষমতাচ্যুত করে প্রথমবার কুর্সিতে বসেন তামাং। সেবার অবশ্য জয়ের সমীকরণ ছিল ১৭:১৫। এবার সেটাই হয়ে গেল ৩১:১।

[আরও পড়ুন: কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলায় বাড়ল মৃতের সংখ্যা, শুরু NIA তদন্ত, জঙ্গিদের তল্লাশিতে সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিকিম ক্রান্তিকারী মোর্চার (SKM) প্রধান প্রেম সিং তামাং।
  • মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য।
  • ৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভা এবার ৩১ আসন পেয়েছে প্রেম সিং তামাং-এর দল।
Advertisement