নন্দিতা রায়, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চমকের রাস্তায় হাঁটতে পারে বিজেপি। ঠিক যেভাবে ২০১৭ সালে অপ্রত্যাশিতভাবেই উত্তরপ্রদেশের ‘দলিত মুখ’ রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে চমক দেওয়া হয়েছিল, এবারেও একই পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের।
বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে যে সমস্ত নাম ইতিমধ্যেই সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছে, তার বাইরেও কেউ উঠে আসতে পারেন রাইসিনা হিলসের আগামী বাসিন্দা হিসাবে। তেমন সম্ভাবনাই প্রবল। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায় অথবা দেশের পিছিয়ে পড়া রাজ্যের প্রতিনিধি- এমন সমীকরণ রয়েছে তাদের। উত্তর-পূর্বের কাউকে বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী করা হতে পারে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের কথা ভাবে- রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণাতেও এই বার্তা দেওয়াই বিজেপির লক্ষ্য।
[আরও পড়ুন: ‘হজরত মহম্মদ আজ বেঁচে থাকলে…’, দেশজুড়ে বিক্ষোভের মাঝেই মুখ খুললেন তসলিমা]
বিজেপির নজরে রয়েছে এমন কোনও ব্যক্তিও, যাঁকে শাসক ও বিরোধী উভয় পক্ষই সমর্থন করব। যদিও এটি দ্বিতীয় বিকল্প ভাবনা। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি একক ক্ষমতায় কোনও প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটসংখ্যার নিরিখে বিজেপি (BJP) ও তার জোটসঙ্গী এনডিএ-র ভোটের চেয়ে সম্মিলিত বিরোধীদের ভোটসংখ্যা বেশি রয়েছে। বিরোধীদের থেকে দুই শতাংশ ভোট কম রয়েছে বিজেপির। এনডিএ-র বাইরের দলগুলির মধ্যে কয়েকটি দল বিরোধী জোটের বাইরে রয়েছে। বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেস বিজেপির ‘বন্ধু’ দল বলা চলে। এই দুই দলের ভোট বিজেপির ঝুলিতে এলে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই দুই দলের পছন্দকে কিছুটা হলেও গুরুত্ব দেওয়া হতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিজেপির অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের শেষ দিকে সদর দপ্তরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি-র বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে কমিটির বৈঠকে একটি নামের উপর চূড়ান্ত সিলমোহর বসানো হবে বলেই জানিয়েছেন বিজেপির এক কেন্দ্রীয় নেতা। তবে কাকে প্রার্থী করা হবে সেই প্রশ্নের উত্তরে সেই নেতা চমকেরই ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, “বিজেপি যে তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করছে সেকথা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানোর আগে তাঁর বাড়ির সামনে অ্যাম্বুল্যান্স রেডি রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি।” চলতি ২৫ জুনের মধ্যেই বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করবে বলেই জানা গিয়েছে।