সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শেষেও নিস্তার নেই সাধারণ মানুষের৷ আরও মহার্ঘ পেট্রল-ডিজেল৷ সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সিএনজি গ্যাসের দাম৷ পেট্রলের দাম বাড়ল লিটারে ৩৯ পয়সা ও ডিজেলের দাম বাড়ল লিটারে ৪৪ পয়সা৷ শনিবার কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৮৩ টাকা ২৭ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৭৫ টাকা ৩৬ পয়সা৷ পাশাপাশি, দাম বেড়েছে সিএনজি গ্যাসের৷ প্রতি কিলোগ্রামে সাত টাকা করে বেড়েছে সিএনজি গ্যাসের দাম৷ ফলে উঠতে শুরু করেছে অটোভাড়া বাড়ানোর দাবি৷
[শহরে নিষিদ্ধ মাদক ‘ইয়াবা’র কারখানা! প্রচুর ট্যাবলেট-সহ ধৃত ৬]
রাজধানী নয়াদিল্লিতে শনিবার পেট্রলের মূল্য হয়েছে ৮০ টাকা ৩৮ পয়সা ও ডিজেলের মূল্য হয়েছে ৭২ টাকা ৫১ পয়সা৷ বাণিজ্যনগরী মুম্বইতে মাত্রাছাড়া জ্বালানির দাম৷ সেখানে পেট্রল ও ডিজেলের মূল্য যথাক্রমে ৮৭ টাকা ৭৭ পয়সা ও ৭৬ টাকা ৯৮ পয়সা৷ গত মাস থেকেই বাড়তে শুরু করেছে জ্বালানির দাম৷ এখনও পর্যন্ত কলকাতায় পেট্রলের দাম বেড়েছে কমবেশি তিন টাকা এবং ডিজেলের কমবেশি সাড়ে তিন টাকা৷ কেবল পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, পরিবার চালাতে কার্যত খাবি খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ তবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই খুঁজছেন সাধারণ মানুষ৷
[ট্রমা কাটাতে এসএসকেএম-এ চালু হচ্ছে রিহ্যাব সেন্টার]
জ্বালানির এই দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নিজেদের কাঁধ থেকে দায় ঝাড়তে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জন্যই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই স্তুতিকে কোনওমতেই মানছেন না বিরোধীরা৷ ইতিমধ্যে এর বিরুদ্ধে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তারা৷ সোমবার, ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক কংগ্রেস ও বামেদের৷ এই জ্বালানির মূল্যবৃদ্ধি আসন্ন লোকসভার আগে কেন্দ্রের মোদি সরকারকে যথেষ্ট চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
The post লাগামহীন জ্বালানির মূল্য, শনিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের appeared first on Sangbad Pratidin.