shono
Advertisement

Breaking News

একধাক্কায় অনেকটা দাম বাড়ল পেট্রল-ডিজেলের

একইদিনে দাম বাড়ল এলপিজি সিলিন্ডার, বিমান জ্বালানিরও৷ The post একধাক্কায় অনেকটা দাম বাড়ল পেট্রল-ডিজেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:18 AM Jan 02, 2017Updated: 07:51 PM Jan 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একদফা দাম বাড়ল পেট্রল-ডিজেলের৷ এবার যেন একধাক্কায় অনেকটাই দাম বাড়ল৷ রবিবার থেকে পেট্রলের দাম বাড়ল লিটার পিছু ১.২৯ টাকা৷ আজ মধ্যরাত থেকে নয়া দাম লাগু হবে দেশজুড়ে৷ পাশাপাশি বেড়েছে ডিজেলের দামও৷ ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৯৭ পয়সা৷ আজই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ২ টাকা বেড়েছে৷ বিমানের জ্বালানির দামও ৮.৬ শতাংশ বাড়ানো হয়েছে।

Advertisement

এই নিয়ে গত সাত মাসে আটবার রান্নার গ্যাসের দাম বাড়ল। এর আগে শেষবার দাম বেড়েছিল পয়লা ডিসেম্বর। সেবার দাম বাড়ানো হয়েছিল ২.০৭ টাকা। গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, ডিজেলের দামের উপর থেকে যেভাবে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে, রান্নার গ্যাসের ক্ষেত্রেও সেই নীতি নেওয়া হবে। সেই নীতি অনুযায়ী প্রতি মাসের ২ টাকা করে দাম বাড়ানো হচ্ছে। রান্নার গ্যাসের মতোই কেরোসিনের উপর থেকেও ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ১০ মাস পর্যন্ত ১৪ দিন অন্তর ২৫ পয়সা করে দাম বাড়ানোর স্বাধীনতা দেওয়া হয়েছে।

The post একধাক্কায় অনেকটা দাম বাড়ল পেট্রল-ডিজেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement