shono
Advertisement

মহুয়াতে তড়িঘড়ি, বিধুরিতে ‘ধীরে চলো’! বিজেপি সাংসদকে ডিসেম্বরে ডাকল লোকসভার প্রিভিলেজ কমিটি

বিধুরির সঙ্গেই তলব করা হয়েছে বিএসপির দানিশ আলিকে।
Posted: 02:09 PM Nov 22, 2023Updated: 02:09 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে দাঁড়িয়ে বিতর্কিত ভাষণ কাণ্ডে অবশেষে বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে (Ramesh Bidhuri) তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। আগামী ৭ ডিসেম্বর বিধুরিকে তলব করা হয়েছে। ওই একই দিনে ডাকা হয়েছে বিএসপি (BSP) সাংসদ দানিশ আলিকেও। দানিশকে ডাকা হয়েছে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য।

Advertisement

সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ বিধুরি। অভিযোগ, চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। দানিশ আলিকে ‘আতঙ্কবাদী’ বলেও তোপ দাগেন রমেশ বিধুরি। যার জেরে বিধুরির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দানিশ আলি।

[আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র মারাকানা, পুলিশের লাঠি, প্রতিবাদে মাঠ ছাড়লেন মেসি]

বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল ২৩ সেপ্টেম্বর। সেই অভিযোগের প্রেক্ষিতে দানিশ আলি এবং রমেশ বিধুরিকে প্রথমে তলব করা হয় ১০ অক্টোবর। অর্থাৎ প্রায় দু সপ্তাহ সময় দেওয়া হয়। কিন্তু সেদিনও বিজেপি (BJP) সাংসদ যাননি। পাঁচ রাজ্যের ভোটে প্রচারের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি গরহাজির থাকেন। তার পর দীর্ঘ দেড় মাস এ নিয়ে আর কোনও পদক্ষেপ করেনি সংসদের প্রিভিলেজ কমিটি। অবশেষে ভোটপ্রক্রিয়া মেটার পর ৭ ডিসেম্বর তাঁকে ফের ডাকা হল।

[আরও পড়ুন: অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা গাজায়! হামাসের সঙ্গে চুক্তি ইজরায়েলের]

অর্থাৎ অভিযোগ জমা পড়ার পর জবাব দেওয়ার জন্য প্রায় আড়াই মাস সময় পেলেনি বিধুরি। অথচ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে কালক্ষেপ করেনি সংসদীয় কমিটি। মহুয়া হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েও পাননি। স্বাভাবিকভাবেই এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement