shono
Advertisement

Breaking News

প্রচারের ফাঁকে জনসেবা, শিশুর প্রাণ বাঁচাতে নিজেই বিমানের ব্যবস্থা করলেন প্রিয়াঙ্কা

কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার৷ The post প্রচারের ফাঁকে জনসেবা, শিশুর প্রাণ বাঁচাতে নিজেই বিমানের ব্যবস্থা করলেন প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM May 11, 2019Updated: 09:30 PM May 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী মরশুমে নেতা,মন্ত্রীদের প্রচারের দিকে নজর সকলেরই৷ প্রচারে বেরিয়ে কে, কীভাবে জনসংযোগ করছেন, কী বলছেন, সবই বেশ মনোযোগ সহকারে দেখছেন আমজনতা৷ প্রচারে চমক দেওয়া এখন একটা ট্রেন্ড৷ কিন্তু এসবের মধ্যেই কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গান্ধী পরিবারের কন্যা প্রিয়াঙ্কার একটি কাজ একেবারে সবরকম ধারণা ভেঙে দিয়েছে৷ প্রচারে বেরিয়ে কোনও চমক নয়, মনোরঞ্জনের কোনও সুমধুর ভাষণ নয়৷ প্রিয়াঙ্কা যা করলেন, তা নিখাদই জনসেবা৷

Advertisement

[আরও পড়ুন : এক বাড়িতেই ৬৬ ভোটার! প্রার্থীদের নজরে এলাহাবাদের এই পরিবার]

শুক্রবার প্রয়াগরাজে প্রচার করতে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ সেখানে আরেক কংগ্রেস নেতা রাজীব শুক্লা তাঁকে জানান, আড়াই বছরের একটি মেয়ে প্রয়াগরাজের কমল নেহরু হাসপাতালে ভরতি৷ টিউমার হয়েছে তার৷ কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়ে গিয়েছে৷ জীবনের সঙ্গে লড়ছে ওইটুকু বাচ্চা৷ চিকিৎসকরা তাকে দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন৷ দ্রুতই তাকে এইমসে নিয়ে যেতে হবে৷ রাজীব শুক্লা অনুরোধ করেন, যদি প্রিয়াঙ্কা বাচ্চাটিকে দিল্লি পৌঁছাতে সাহায্য করেন, তাহলে খুবই সুবিধা হয়৷ নাহলে বাচ্চাটির জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে৷

[আরও পড়ুন : বিজেপি কখনও মোদি-শাহ’র দল হয়ে যাবে না, গড়করির মন্তব্যে জল্পনা]

একথা শোনার সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ নিজেই একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে বাচ্চা এবং তার পরিবারকে পৌঁছে দেন দিল্লির এইমসে৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তার চিকিৎসা৷ সোনিয়া তনয়ার এই উদ্যোগে স্বভাবতই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছোট্ট শিশুর পরিবার৷ এমন একজন নেত্রী যে এভাবে তাঁদের সাহায্যে এগিয়ে আসবেন, ভাবতেও পারেননি, আবেগভরা কণ্ঠে এমনই প্রতিক্রিয়া মা-বাবার৷

দলের সাধারণ সম্পাদের পাশাপাশি উত্তরপ্রদেশে ভোটপ্রচারের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রিয়াঙ্কা গান্ধী যেখানেই যাচ্ছেন, সেখানেই বিপুল জনঢল৷ প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখা প্রিয়াঙ্কা আমজনতার কাছের মানুষ হিসেবে নিজের ভাবমূর্তি তৈরি করতে বেশ সক্ষম হয়েছেন৷ ভারতের রাজনীতিতে এমন ক্ষমতাশালী এক পরিবারের মেয়ে সত্যিই যে আমজনতার এতটা কাছে পৌঁছে গিয়েছেন, এই ঘটনাই তার প্রমাণ৷

The post প্রচারের ফাঁকে জনসেবা, শিশুর প্রাণ বাঁচাতে নিজেই বিমানের ব্যবস্থা করলেন প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement