shono
Advertisement

নম্বরপ্লেট কালিতে ঢাকা কেন? উন্নাওয়ের ঘাতক গাড়ির মালিকের সাফাইয়ে বাড়ল সংশয়

অভিযুক্ত কুলদীপের আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল করা হল৷ The post নম্বরপ্লেট কালিতে ঢাকা কেন? উন্নাওয়ের ঘাতক গাড়ির মালিকের সাফাইয়ে বাড়ল সংশয় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:03 PM Aug 03, 2019Updated: 08:03 PM Aug 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নাও কাণ্ডে ফের নয়া মোড়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নম্বরপ্লেট কালো কালিতে ঢাকা দেওয়া ছিল কেন, তা নিয়ে মালিকের বয়ানে বাড়ল বিভ্রান্তি৷ পুলিশের দাবি, টানা জেরার মুখে মালিক দেবেন্দ্র সিং জানিয়েছেন, ইএমআইয়ের টাকা সময়মতো মেটাতে না পারায় তিনি কালি লেপে দিয়েছিলেন গাড়ির নম্বরপ্লেটের উপর৷ যদিও গাড়ি সংস্থার তরফে তাঁর এই বিবৃতি উড়িয়ে বলা হচ্ছে, ইএমআইয়ের জন্য কোনও চাপ দেওয়া হয়নি৷

Advertisement

আরও পড়ুন 

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গাড়ি সংস্থার এক এজেন্ট জানিয়েছেন, ওই মালিক নিয়মিতই ইএমআই দিতেন৷ তাঁর বিরুদ্ধে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ও রয়েছে৷ এই সংস্থা থেকে দুটি গাড়ি কিনেছেন তিনি৷ দুটি গাড়ির ক্ষেত্রেই কোনও আর্থিক সমস্যা হয়নি৷ আগেও দেবেন্দ্র সিং এই সংস্থার থেকে গাড়ি কিনেছেন ইএমআই-তে৷ সময়মতো তা মিটিয়েও দিয়েছেন৷ যথেষ্ট নির্ভরযোগ্য ক্রেতা বলেই পরিচিত তিনি৷ আর সংস্থার এজেন্টের এই মন্তব্যই আরও সংশয় উসকে দিয়েছে৷

তাহলে কি অপরাধ ঢাকতেই গাড়ির নম্বরপ্লেট কালিতে ঢেকেছিলেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷ গাড়ি চালককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী দু সপ্তাহের মধ্যে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করাতে হবে তদন্তকারীদের৷ সেইমতোই তথ্য জোগাড়ের চেষ্টায় তৎপর তাঁরা৷ জেলবন্দি কুলদীপকেও দফায় দফায় জেরা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷ এদিকে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনেগারের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শনিবার বাতিল করে দিয়েছে উন্নাও পুলিশ৷

সেদিনের দুর্ঘটনার পর উন্নাওয়ের নির্যাতিতার শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে লখনউ থেকে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করায় অনুমতি দেয়নি সুপ্রিম কোর্টে৷ লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে৷ হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। তবে আইনজীবীর অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে৷ নির্যাতিতা এবং আইনজীবীকে সুস্থ করে তুলে উন্নাও ধর্ষণকাণ্ডের দ্রুত কিনারা করাই এখন একমাত্র চ্যালেঞ্জ পুলিশের কাছে৷

The post নম্বরপ্লেট কালিতে ঢাকা কেন? উন্নাওয়ের ঘাতক গাড়ির মালিকের সাফাইয়ে বাড়ল সংশয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement