সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ফের ব্যাহত হল শিয়ালদহ মেন শাখায় রেল চলাচল। বেশ কিছুক্ষণের জন্য থমকে গেল মেন লাইনের ট্রেন পরিষেবা।
(পুলিশি হেফাজতে প্রতারণা কাণ্ডে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশ)
১৭ দফা দাবিতে এদিন সকাল আটটা নাগাদ শ্যামনগর প্যাজেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ডাউন কৃষ্ণনগর লোকাল অবরোধ করেন। মিনিট দশেক ধরে অবরোধ চলার পর পরিস্থিতি সামলাতে আসরে নামে রেল পুলিশ। অবরোধ তোলার চেষ্টা করলে প্রতিবাদে সামিল সদস্যদের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় রেল পুলিশের। ঘটনায় আটজন অবরোধকারীকে গ্রেপ্তার করা হয়। অবস্থা স্বাভাবিক হলে তাদের ছেড়েও দেয় রেল পুলিশ। এর ফলে মেন শাখার বেশ কিছু ট্রেন আটকে পড়ে। শিয়ালদহে একাধিক ট্রেন ঢুকতে দেরি করে। কাজের দিন সকালে এমন ঘটনা ঘটায় বিরক্ত রেল যাত্রীরা।
(প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েডযুক্ত ফেয়ারনেস ক্রিম বিক্রি করলেই জেল)
গত সপ্তাহেই নফরচাঁদ জুটমিল খোলা এবং বকেয়া পিএফ ও গ্র্যাচুইটির দাবিতে কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে ছিলেন শ্রমিকরা। বিপাকে পড়েছিলেন ট্রেনের নিত্যযাত্রীরা।
The post শ্যামনগর স্টেশনে রেল অবরোধ, গ্রেপ্তার আট appeared first on Sangbad Pratidin.