সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব পালনই কাল হল। রাস্তার পাশে আতসবাজি ফাটানোর সময় গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। এই ঘটনা মহারাষ্ট্রের পুণে জেলার অন্তর্গত পিম্পরি-চিনচওয়াড় এলাকার। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, যুবককে ধাক্কা মেরেই পালিয়ে যাচ্ছে গাড়িটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ভিডিওটি গত ৩০ নভেম্বরের। ৩৫ বছরের মৃত যুবকের নাম সোহম প্যাটেল। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে আরও কয়েক জনের সঙ্গে বাজি ফাটাচ্ছেন সোহম। আচমকা একটি গাড়ি বিদ্যুৎ গতিতে এসে ধাক্কা মারে সোহমকে। ওই অভিঘাতে খানিক দূরে গিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
দুর্ঘটনার পর দাঁড়ায়নি গাড়িটি। গতি আরও বাড়িয়ে সেটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও ৪৮ ঘণ্টা পরেও খোঁজ মেলেনি ঘাতক গাড়ির চালকের। এদিকে বাজি ফাটানো নিয়ে ঝামেলায় নাগপুরে ২৫ বছরের যুবককে খুন করেছে এক নাবালক। এছাড়াও পুণেতেই আতসবাজির ফাটাতে গিয়ে আগুনে ঝলসে আহত হয়েছে ৫ শিশু।