shono
Advertisement

Breaking News

হংকং ওপেনের ফাইনালে হার সিন্ধুর

সিন্ধুর পাশাপাশি এদিন পুরুষ সিঙ্গলসের ফাইনালেও ব্যর্থ ভারতীয়৷ The post হংকং ওপেনের ফাইনালে হার সিন্ধুর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Nov 27, 2016Updated: 06:10 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবল তরী৷ টানা দু’টি সুপার সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা অধরাই থেকে গেল পি ভি সিন্ধুর৷ সব বাধা টপকে হংকং ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ কিন্তু শেষ হাসি হাসা হল না৷

Advertisement

রিও ওলিম্পিকে সিন্ধুর কাছে পরাস্ত হয়েছিলেন চিনা তাইপেইয়ের তাই জু ইয়ুং৷ সুপার সানডেতে হংকং ওপেনের কোর্টে তারই মধুর প্রতিশোধ নিলেন তিনি৷ ৪১ মিনিটের লড়াইয়ে হায়দরাবাদি শাটলারকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন জু৷ ১৫-২১, ১৭-২১ গেমে হেরে রানার্স-আপ তকমা গায়ে চাপিয়েই কোর্ট ছাড়লেন ওলিম্পিকে রুপোজয়ী তারকা৷ ৮ বারের সাক্ষাতে এই নিয়ে সিন্ধুকে পঞ্চমবার মাটি ধরালেন বিশ্বের তিন নম্বর শাটলার৷

শেষ আটে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন সাইনা নেহওয়াল৷ তাই ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের চোখ ছিল দুরন্ত ফর্মে থাকা সিন্ধুর দিকেই৷ কিন্তু ভক্তদের স্বপ্নপূরণ করা হল না৷ সিন্ধুর পাশাপাশি এদিন পুরুষ সিঙ্গলসের ফাইনালেও ব্যর্থ আরও এক ভারতীয়৷ হোম ফেভরিট কা লং অ্যাঙ্গারের কাছে ১৪-২১, ২১-১০, ১১-২১ ব্যবধানে হেরে ট্রফি হাতছাড়া করলেন শাটলার সমীর বর্মা৷

The post হংকং ওপেনের ফাইনালে হার সিন্ধুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement