shono
Advertisement

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার খেসারত, বড় শাস্তির মুখে অশ্বিন

স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে সঞ্জু স্যামসনকেও।
Posted: 04:44 PM Apr 13, 2023Updated: 08:43 PM Apr 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে মানকড়িংয়ের বৈধতার কৃতিত্ব যদি কেউ দাবি করতে পারেন, তাহলে তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। বারবার জোরগলায় মানকড়িংয়ের পক্ষে সওয়াল করেছেন ভারতীয় অফস্পিনার। যার ফলে একটা সময় এমসিসিও (MCC) বাধ্য হয়ে এই ‘রান-আউট’কে বৈধ বলে ঘোষণা করেছে। এবার সেই অশ্বিন সরব হচ্ছেন আম্পায়ারের আরও একটা সিদ্ধান্ত নিয়ে। যা আগামী দিনে সীমিত ওভারের ক্রিকেটের ভাগ্য বদলে দিতে পারে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল আইপিএল কর্তৃপক্ষ। 

Advertisement

আসলে বুধবার রাজস্থান-চেন্নাই ম্যাচে অন-ফিল্ড আম্পায়াররা একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ইনিংসে যখন চেন্নাই (Chennai Super Kings) ব্যাট করছিল, সেসময় কুয়াশার কারণে বল ভিজে যাচ্ছিল। শেষে আম্পয়াররা নিজে থেকেই বল বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। আসলে ভেজা বলে বোলারদের বল করতে অসুবিধা হয়। সেকথা ভেবেই সম্ভবত নতুন বল নেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। তাতেই হতবাক অশ্বিন (Ravi Ashwin)। ভারতীয় অফস্পিনার বলছেন, যেভাবে ফিল্ডিং অধিনায়কের আবেদন ছাড়াই আম্পায়াররা বল বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন, সেটা নজিরবিহীন। আগে কখনও এমনটা হতে দেখেননি তিনি।

[আরও পড়ুন: ২০১৪ টেট: ভুল প্রশ্নের নম্বর দিতে হবে সব পরীক্ষার্থীকে, নির্দেশ হাই কোর্টের]

অশ্বিনের বক্তব্য,”আমরা ফিল্ডিং টিম ছিলাম। আমরা এভাবে বল বদলানোর আবেদন করিনি। কিন্তু আম্পায়ারা নিজেরাই বল বদলে দিলেন। আমি এতে বেশ অবাক হয়েছিলাম। আম্পায়ারকে জিজ্ঞেসও করেছি, এটা আপনারা কেন করলেন।” এরপরই অশ্বিন আম্পায়ারদের এই পদক্ষেপকে কার্যত নিয়মে পরিণত করার দাবি জানান। তিনি বলে দেন,”আশা করব আগামী দিনেও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএলে (IPL 2023) যতবার কুয়াশায় বল ভিজবে আম্পায়রা সেটা পালটে দেবেন। আমার বক্তব্য আপনারা যা খুশি করতে পারেন। শুধু একটা ধারাবাহিকতা যেন বজায় রাখা হয়।” অশ্বিনের এই দাবি মানা হলে আগামী দিনে আইপিএলে বহু ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। রান তাড়া করার সময় রাতের দিকে কুয়াশার জন্য যে সুবিধা ব্যাটাররা পান, সেটা অনেকটা কমে যেতে পারে।

[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]

এদিকে বুধবারের রাজস্থান-চেন্নাই ম্যাচে আরও একটা কাণ্ড ঘটেছে। স্লো ওভাররেটের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ককে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে। চেন্নাই ম্যাচে নির্ধারিত সময়ের অনেকটাই পরে নিজেদের ওভার শেষ করেছে রাজস্থান। সেকারণেই অধিনায়ক সঞ্জুকে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়ায় জরিমানার খাঁড়া নেমে এল অশ্বিনের উপরেও। আইপিএলের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নিয়মভঙ্গের অভিযোগে রবিচন্দ্রন অশ্বিনের ২৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু তার বিরোধিতা করেছেন অশ্বিন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement