shono
Advertisement

Breaking News

বর্ষসেরা হয়ে ধোনিকেই ভুললেন অশ্বিন!

কৃতজ্ঞতা স্বীকারের সময় সেই ধোনির নাম নিতেই ভুলে গেলেন অশ্বিন৷ The post বর্ষসেরা হয়ে ধোনিকেই ভুললেন অশ্বিন! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:33 AM Dec 24, 2016Updated: 10:03 PM Dec 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র বর্ষসেরা বোলারের পুরস্কার জেতায় রবিচন্দ্রন অশ্বিনকে বাহবা জানিয়েছিলেন তাঁর অগণিত ভক্তরা৷ কিন্তু পুরস্কার নেওয়ার পর তিনি যা করলেন তাতে বেজায় চটলেন ক্রিকেটপ্রেমীরা৷

Advertisement

গত বছর সেপ্টেম্বর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত দুরন্ত পারফরম্যান্সের বিচারে অশ্বিনকে সেরার শিরোপা দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ তাঁর এই সাফল্যের জন্য ভারতীয় শিবিরের বর্তমান প্রায় সব সদস্যকেই ধন্যবাদ জানালেন এই স্পিনার৷ কিন্তু একজনের নাম নিতেই ভুলে গেলেন তিনি৷ তিনি আর কেউ নন, মহেন্দ্র সিং ধোনি৷ যাঁর হাত ধরে ২০১১ সালে টেস্ট দলে অভিষেক হয়েছিল অশ্বিনের৷ এমনকী আইপিএল-এ চেন্নাই দলেও অশ্বিনের উপরই বরাবর ভরসা রাখতে দেখা যেত ধোনিকে৷ তাঁকে দলে রাখার জন্য কম লড়াই করেননি ক্যাপ্টেন কুল৷ আর কৃতজ্ঞতা স্বীকারের সময় সেই ধোনির নাম নিতেই ভুলে গেলেন অশ্বিন৷ বর্ষসেরা হওয়ার পর টুইট করে স্ত্রী পৃথী নারায়ণন, দলের কন্ডিশনিং কোচ শঙ্কর বাসু, হেড কোচ অনিল কুম্বলে, টেস্ট দলের ক্যাপ্টেন কোহলি এবং নিজের বাবা-মাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ কিন্তু তাঁর টুইটে কোথাও ধোনির ছিটে ফোঁটা উল্লেখও নেই৷ আর এতেই তৈরি হয়েছে বিতর্ক৷

টুইটে মাহির ভক্তরা সরব হয়েছেন৷ অনেকে বলছেন, অনেক খারাপ সময়ে ধোনিই অশ্বিনের পাশে দাঁড়িয়েছিলেন৷ আর আজ তাঁকেই ভুলে গেলেন অশ্বিন৷ যাঁর দৌলতে ভারতীয় ক্রিকেটে অশ্বিনের উত্থান, বর্ষসেরা হওয়ার পর তাঁকেই কৃতজ্ঞতা জানালেন না অশ্বিন৷

ICC Cricketer of the Year @ashwinravi99 says thanks after winning the Sir Garfield Sobers Trophy and Test Cricketer of the Year #ICCAwards pic.twitter.com/B3eW9ZIEZs

— ICC (@ICC) December 22, 2016

The post বর্ষসেরা হয়ে ধোনিকেই ভুললেন অশ্বিন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement