অর্ণব আইচ: আর জি কর হাসপাতাল সংলগ্ন এলাকায় শান্তি বজায় রাখতে কড়া কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি জারি করে সাফ জানানো হয়েছে, রবিবার থেকে আগামী সাতদিন হাসপাতাল চত্বরে বড় জমায়েত করা চলবে না। কোন কোন এলাকায় কার্যকর হবে এই নিয়ম?
সম্প্রতি মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আর জি কর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় বার বার অশান্তি ছড়িয়েছে। প্রতিদিনই প্রায় কোনও না কোনও সংগঠন ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। মঞ্চ বেঁধে ধরনা চলছে বিজেপির। এমন পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে ১৪৪ ধারা (ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা) জারি করা হল। ২৪ আগস্ট পর্যন্ত এটি কার্যকর থাকবে।
[আরও পড়ুন: এবার রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে ‘বিতাড়িত’ সন্দীপ ঘোষ, আজ ফের CBI তলব]
শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, উল্টোডাঙা ও টালা পুলিশ স্টেশনের অধীনে বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জারি থাকবে ১৪৪ ধারা। বেলগাছিয়া রোডের উত্তর ও দক্ষিণ অংশেও পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। ফলে হাসপাতাল চত্বরে আন্দোলনে অনেকটাই রাশ টানা যাবে বলে মনে করছে পুলিশ।
তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। হাসপাতালে কর্মবিরতি চলছে। সুবিচার চেয়ে পথে নেমেছে রাজনৈতিক দল থেকে নাগরিক সমাজ। হাসপাতাল চত্বরে আন্দোলনে শামিল হচ্ছে একাধিক সংগঠন। যার ফলে যান চলাচলে সমস্যার পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রোগীদেরও সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে এবার ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ।