shono
Advertisement

অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ২০ জন তরুণকে কারাদণ্ডের শাস্তি বাংলাদেশে

দোষীদের তালিকায় নাম রয়েছে তিন কিশোরেরও৷ The post অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ২০ জন তরুণকে কারাদণ্ডের শাস্তি বাংলাদেশে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Aug 27, 2019Updated: 07:39 PM Aug 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক কেনাবেচা এবং ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন কিশোর ও ২০ জন তরুণকে কঠোর শাস্তি দিল ব়্যাব ৩-এর ভ্রাম্যমাণ আদালত৷ সূত্রের খবর, মোট ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনজন কিশোরকে টঙ্গির কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এবং ২০ জন তরুণকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু করল হাসিনা সরকার

জানা গিয়েছে, সোমবার রাতে ঢাকার মানডা এলাকায় অভিযান চালিয়ে এই ২৩ জন কিশোর ও তরুণকে গ্রেপ্তার করে ব়্যাব ৩ আদালত৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও ছিনতাইয়ে ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এরা৷ র‍্যাব ৩-এর মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাশ বলেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‍্যাব ৩-এর ভ্রাম্যমাণ আদালত মানডা এলাকায় অভিযানে যায়। বিভিন্ন স্থানে আড্ডারত কিশোর-তরুণ গ্যাংয়ের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’’

[ আরও পড়ুন: বাংলাদেশে গুলির লড়াই, খতম যুব লিগ নেতা হত্যায় জড়িত ২ রোহিঙ্গা  ]

সূত্রের খবর, ঢাকার উত্তরা, হাজারিবাগ, চকবাজার এলাকাগুলিতে কিশোরদের একটি গ্যাং তৈরি হচ্ছে, যারা খুন, ধর্ষণ, মাদক-সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিশুরা৷ সমাজকর্মীরা বলছেন, কিশোরদের সমাজের প্রতি যে দায়িত্ববোধ গড়ে ওঠা উচিত, তা হচ্ছে না৷ আগে যে পারিবারিক, সামাজিক অনুশাসন ছিল, তা ভেঙে পড়েছে৷ মা, বাবা বা পরিবারের অন্যান্য সদস্যরা ঠিকমতো বাচ্চাদের সময় দিতে পারছেন না৷ ফলে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ায় তাদের মানসিকতা বদল আসছে৷ কখনও মাদকাসক্তিও দেখা যাচ্ছে৷ এমনকী প্রেম সংক্রান্ত জটিলতা থেকেও অপরাধে জড়িয়ে পড়ছে এই কিশোররা৷ যার শিকার ১২ থেকে ১৭ বছর বয়সিরা৷ দেখা গিয়েছে, এভাবে খুন হওয়ার কিশোররা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের৷

[ আরও পড়ুন: সততা নেই! তদন্তকারীদের নজরে বাংলাদেশ হাই কোর্টের ৩ বিচারপতি ]

প্রসঙ্গত, দীঘদিন ধরেই কিশোরদের অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে ঢাকায়৷ বিশেষজ্ঞ মহলের মতে, কিশোর বয়সেই মগজধোলাই করে তাদের নানা কুকাজে ব্যবহার করা হচ্ছে৷ আরেকদিকে কিশোর বয়সে ঝোঁকের বশেই কেউ কেউ খুনের মতো অপরাধ ঘটিয়ে ফেলছে৷ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে ঢাকায় ৯৯টি খুনের মামলায় সন্দেহের তির তিনশোরও বেশি কিশোরের বিরুদ্ধে৷ এদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে৷ এদের মধ্যে ২৭ জনকে আদালতের মাধ্যমেই কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে৷

The post অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ২০ জন তরুণকে কারাদণ্ডের শাস্তি বাংলাদেশে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার