shono
Advertisement
Bangladesh

হিটস্ট্রোকে মৃত্যু প্রার্থী-সহ ৪, বাংলাদেশে স্থগিত উপজেলা পরিষদের নির্বাচন

গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে-র বদলে হবে ৫ জুন, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
Posted: 08:42 PM Apr 28, 2024Updated: 08:44 PM Apr 28, 2024

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রবিবার আরও ৪ জনের মৃত্যু হল। এনিয়ে সে দেশে হিটস্ট্রোকের বলি চল্লিশের বেশি। মৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আখতার মুক্তা হিটস্ট্রোকে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে প্রথম দফা, ৮ মে-র নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি গত দুবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। এদিন জানানো হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদের পুনঃ তফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

এদিন বাংলাদেশের (Bangladesh) বরিশালের কলসকাঠি ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনের জনসংযোগ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে (Heat Stroke) আওয়ামি লিগ নেতা রিয়াজুল ইসলামের মৃত্যু হয়েছে। রিয়াজুল ওয়ার্ড আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ছিলেন। দুপুর আড়াইটে নাগাদ তীব্র গরমে রিয়াজুল ইসলাম কলসকাঠি বাজারে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: বঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ কি শুভেন্দু? সোজাসাপ্টা জবাব দিলীপ ঘোষের

অন্যদিকে, পশ্চিমের জেলা যশোরে (Jessore) প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে দিকে আহসান মারা গিয়েছেন। আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তীব্র গরমে (Heat Wave) হিটস্ট্রোকে মারা গেছেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরি। প্রচণ্ড গরমে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

[আরও পড়ুন: ‘গরমে ঠান্ডা থাকো’, নির্বাচনী প্রচারের ফাঁকে টিপস দিলেন অভিষেক]

এদিকে টানা তাপপ্রবাহের মধ্যে ঢাকার (Dhaka)চিফ হিট অফিসারের পরামর্শে ৩৫ হাজার রিকশা চালককে ছাতা উপহার দিয়েছে উত্তর সিটি করপোরেশন। পাশাপাশি একটি করে জলের বোতল এবং ১২ প্যাকেট খাবার স্যালাইনও দেওয়া হয়েছে তাদের। রবিবার ঢাকার গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এসব উপকরণ বিতরণ করেন মেয়র মহম্মদ আতিকুল ইসলাম। এদিকে মে মাসের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। বলা হচ্ছে, বাংলাদেশের সব জায়গায় দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে কয়েক স্থানে ঝড় ও বৃষ্টিপাত হবে। এর পরেই দেশে সর্বোচ্চ তাপমাত্রা (Temparature) সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে।

তীব্র গরমে বাংলাদেশের পথঘাট একেবারে শুনশান। নিজস্ব ছবি।

আবহাওয়া অফিস আশঙ্কা প্রকাশ করেছে যে, বাংলাদেশের সব স্থানে দীর্ঘতম সময়ের তাপদাহ শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে কয়েকস্থানে ঝড় ও বৃষ্টিপাত হবে। এরপরেই দেশে সর্বোচ্চ তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিতে পারে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘আমাদের গাণিতিক মডেল বিশ্লেষণ বলছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে দেশের কিছু অংশে প্রত্যাশিত বৃষ্টিপাত হলেও মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে।তিনি আরও বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল, বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু অংশ এবং দক্ষিণ-পূর্ব চট্টগ্রাম অঞ্চলে কিছু স্বস্তির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এতে সারা দেশে চলমান তাপদাহ হ্রাসের সম্ভাবনা কম।দেশে গত ১ এপ্রিল থেকে ২৭ দিন ধরে তাপপ্রবাহের দীর্ঘতম সময় প্রত্যক্ষ করছে এবং আবহাওয়া অফিস সতর্ক করেছে যে এ অবস্থা পরবর্তী মাসজুড়ে অব্যাহত থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে হিটস্ট্রোকে আরও মৃত্যু।
  • রবিবার মৃত্যু হল টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আখতার মুক্তার।
  • তাঁর মৃত্যুতে পিছিয়ে গেল উপজেলা পরিষদ নির্বাচন।
Advertisement