shono
Advertisement

রেডিওঅ্যাকটিভ লিক, আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে খবর৷ The post রেডিওঅ্যাকটিভ লিক, আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:37 PM Oct 09, 2016Updated: 02:07 PM Oct 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাঅষ্টমীর সকালে আতঙ্ক ছড়াল রাজধানীর বিমানবন্দরে৷

Advertisement

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে রেডিওঅ্যাকটিভ লিক হয়েছে৷ সকাল ১০.৪৫ নাগাদ একটি ফোনে বন্দর কর্তৃপক্ষের কাছে এমনই খবর আসে৷ মেডিক্যাল সরঞ্জাম থেকে রেডিওঅ্যাকটিভ লিক করা হয়েছে বলে জানানো হয়৷ আর তাতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) আধিকারিকরা৷ দমকলের প্রধান আধিকারিক অতুল গর্গ জানান, এয়ার ফ্রান্স বিমানে ওই মেডিক্যালের সরঞ্জামগুলি এসেছিল৷ যা কার্গো টার্মিনালে রাখা হয়েছিল৷ তার থেকেই রেডিওঅ্যাকটিভ লিক হয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ তবে বিষয়টি নিশ্চিত হতে সরঞ্জামগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে খবর৷

যাত্রীদের নিরাপত্তার জন্য কার্গো কমপ্লেক্সের T3 টার্মিলান খালি করে গোটা চত্বর ঘেরাও করে রাখা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছে৷

The post রেডিওঅ্যাকটিভ লিক, আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement