shono
Advertisement
Rafael Nadal

'বৃত্ত সম্পূর্ণ হল', চোখের জলে টেনিসকে বিদায় কিংবদন্তি নাদালের

'আমাকে ভালো মানুষ হিসেবে মনে রাখুন', বিদায়লগ্নে আর্জি ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকার।
Published By: Arpan DasPosted: 09:05 AM Nov 20, 2024Updated: 09:05 AM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলবে তিনি কেরিয়ারের শেষ ম্যাচ হেরে গিয়েছেন? কে বলবে তাঁর দেশ স্পেন ডেভিস কাপের ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে? মালাগার স্টেডিয়াম জুড়ে তখন আবেগের বিস্ফোরণ। কাঁদছেন 'কিং' রাফা। চোখের জলে ভাসছেন উপস্থিত দর্শকরাও।  টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল।

Advertisement

ডেভিস কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন নাদাল। তিনি নিজে হেরে গেলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডে জান্ডসচুলপের কাছে, ৬-৪, ৬-৪ ব্যবধানে। নতুন যুগের তারকা আলকারাজ থাকা সত্ত্বেও স্পেন হারল ২-১ ব্যবধানে। নিজের কেরিয়ারের শেষ ম্যাচ হেরেছিলেন রজার ফেডেরার। আর একই ঘটনা ঘটল তাঁর 'চিরপ্রতিদ্বন্দ্বী' নাদালের সঙ্গেও।

এদিন মালাগায় না থেকেও উপস্থিত ছিলেন ফেডেরার। যিনি গতকালই নাদালের 'ভক্ত' হিসেবে দীর্ঘ চিঠি লিখেছিলেন। অবশ্য শুধু ফেডেরার নন, ছিলেন সেরেনা উইলিয়ামস, জোকোভিচ, আন্দ্রে ইনিয়েস্তারাও। ম্যাচের পর ভিডিওবার্তায় তাঁরা উজাড় করে দিলেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদালের প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতা।

আর নাদাল নিজে? ম্যাচের আগে স্পেনের জাতীয় সঙ্গীতের সময় ক্যামেরা ধরা পড়ল তাঁর মুখ। আপ্রাণ চেষ্টা করছেন চোখের জল সামলানোর। পারলেন না। বিদায়বেলার টোনটা তিনি নিজেই ঠিক করে দিলেন। ম্যাচের পর স্টেডিয়াম জুড়ে শুধু 'রাফা রাফা' ধ্বনি। তার মাঝেই সদ্য প্রাক্তন কিংবদন্তি বললেন, "আমার পদক, সাফল্য, সেসব তো রইলই। শুধু চাই, লোকে আমাকে মায়োরকার এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ভালো মানুষ হিসেবে মনে রাখুন।"

তিনি বলতে থাকেন, "কেরিয়ারের প্রথম ডেভিস কাপের ম্যাচ হেরেছিলাম। শেষ ম্যাচও হারলাম। এ যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। প্রচুর মানুষ প্রতিদিন পরিশ্রম করেন। প্রতিদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সেই জায়গায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। শুধু চাই, লোকে আমাকে ভালো মানুষ হিসেবে মনে রাখুক। আর মনে রাখুক সেই বাচ্চাটাকে যে নিজের স্বপ্নের পিছনে ছুটেছে। নিজের প্রত্যাশার থেকে অনেক বেশি পেয়েছি আমি।" বিদায় রাফা। ক্রীড়াভক্তরা আপনাকে চিরকাল কিংবদন্তি হিসেবেই মনে রাখবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেভিস কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন নাদাল।
  • তিনি নিজে হেরে গেলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডে জান্ডসচুলপের কাছে, ৬-৪, ৬-৪ ব্যবধানে।
  • নতুন যুগের তারকা আলকারাজ থাকা সত্ত্বেও স্পেন হারল ২-১ ব্যবধানে।
Advertisement