shono
Advertisement

কাগজ কুড়িয়ে সংসার চালান বাবা, এইমসে পড়তে চললেন ছেলে আসারাম

কেমন ছিল লড়াইয়ের দিনগুলি? The post কাগজ কুড়িয়ে সংসার চালান বাবা, এইমসে পড়তে চললেন ছেলে আসারাম appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 AM Jul 20, 2018Updated: 10:13 AM Jul 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল মনোবল ও কঠোর অধ্যবসায় মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ অতীতে বহুবার পাওয়া গিয়েছে, তা আবারও প্রমাণ করলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা আসারাম চৌধুরি৷ তাঁর বাবা রাস্তায় ফেলে দেওয়া কাগজপত্র ও বিভিন্ন ভাঙা সরঞ্জাম কুড়িয়ে বিক্রি করে যৎসামান্য আয় দিয়ে কোনওরকমে দিন গুজরান করেন৷ তাঁর ছেলেই এবার যাচ্ছেন যোধপুরের অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স বা এইমসে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে৷ ডাক্তার হয়ে ভবিষ্যতে গরিব মানুষের চিকিৎসা করবেন, এমনটাই স্বপ্ন দেখেন আসারাম চৌধুরি৷

Advertisement

[আস্থা ভোটের আগে সাবধানী এনডিএ শিবির।]

তাঁর এই কৃতিত্বকে নিজের বাবা-মা, ছোটবেলার স্কুল ও গ্রামের এক চিকিৎসকের মধ্যে ভাগ করে দিয়েছেন আসারাম চৌধুরি৷ জানিয়েছেন, চরম আর্থিক কষ্টের মধ্যেও ছোট থেকেই বাবা-মা তাঁকে উদ্বুদ্ধ করে এসেছেন৷ সর্বদা পাশে ছিল ছোটবেলার দুই স্কুল নবোদয় বিদ্যালয় ও দক্ষিণা ফাউন্ডেশন এবং সবরকম ভাবে সাহায্য করে এসেছেন তাঁর গ্রামেরই এক চিকিৎসক৷ আবেগপ্রবণ আসারাম আরও জানান, পঞ্চম শ্রেণিতে পড়তে গ্রামের সেই চিকিৎসকই প্রথম তাঁকে এই পেশার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন৷ পরিচয় করিয়েছিলেন ডাক্তারির মতো মহৎ পেশার সঙ্গে৷

[মোদি-শাহের নির্দেশে খাওয়ার টেবিলে সংঘবদ্ধ হচ্ছেন সাংসদরা]

ছেলের এই প্রাপ্তিতে গর্বিত হলেও তা নিজেদের মধ্যেই রাখতে চান আসারামের বাবা-মা৷ জানান, নিজেরা পড়াশোনা জানেন না৷ তাই ছেলের পাওয়াকেই নিজেদের পাওয়া হিসাবে দেখছেন তাঁরা৷ এখন সারাক্ষণ সন্তানের আরও উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনাই করে চলেছেন দম্পতি৷ অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে এখনও চোখের কোণে জল চলে আসে তাঁদের৷ এখনও মনে করেন অসহায়তার সময় হাতেগোনা কয়েকজনই তাঁদের পাশে ছিলেন৷ একটা সময় যখন দু’বেলার খাবারটুকু জুটত, ঘরে আলো ছিল না, তখন মাত্র কয়েকজনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন৷

The post কাগজ কুড়িয়ে সংসার চালান বাবা, এইমসে পড়তে চললেন ছেলে আসারাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement