shono
Advertisement

তৃণমূল নাকি বাম কারা যোগ্য জোটসঙ্গী? প্রদেশ নেতাদের মন পড়লেন রাহুল

রাহুলকে কী বললেন প্রদেশ নেতারা, জানেন? The post তৃণমূল নাকি বাম কারা যোগ্য জোটসঙ্গী? প্রদেশ নেতাদের মন পড়লেন রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Jul 06, 2018Updated: 07:23 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন পথে এগোবে প্রদেশ কংগ্রেস? বামের সঙ্গে কি মিলবে হাত, নাকি হাতে উঠবে ঘাসফুল? কোন পথে প্রদেশ কংগ্রেসকে চালনা করলে আসন্ন লোকসভা নির্বাচনে সাফল্যের মুখ দেখা যাবে? কার্যত এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মাথায়৷ সঠিক দিশা পেতে শুক্রবার নয়াদিল্লিতে প্রদেশ কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতার সঙ্গে বৈঠক সারলেন তিনি৷ শুনলেন সমস্ত প্রদেশ নেতৃত্বের মনের কথা, বললেন না কিছুই৷

Advertisement

[খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ]

সূত্রের খবর, বৈঠকে প্রদেশ কংগ্রেসের এক একজন নেতার সঙ্গে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে কথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ বুঝে নিতে চান তাঁদের মনে ভাব৷ প্রদেশ কংগ্রেসের সাফল্যের জন্য কার হাত ধরলে সঠিক পথে চলা যাবে৷ জানা গিয়েছে, উপস্থিত প্রদেশ নেতাদের মধ্যে একটা বড় অংশ বামেদের সঙ্গে চলার বিষয়ে মত প্রকাশ করেছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, বিরোধী দলনেতা আবদুল মান্নান, দীপা দাসমুন্সি প্রমুখ নেতারা সভাপতি রাহুলের সামনে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করলে প্রদেশ কংগ্রেসের লোকসানের দিকগুলি৷ তাঁরা বলেছেন, এরপরে এরাজ্য থেকে একেবারেই মুখে যাবে কংগ্রেস শিবির৷ আবার পাশাপাশি ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হকের মতো নেতারা চেয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে৷ তাঁদের যুক্তি, কংগ্রেসের চেয়েও এরাজ্যে খারাপ অবস্থা হয়েছে বামেদের৷ ফলে তাদের সঙ্গে জোটে গেলে আখেরে কোনও লাভই হবে না কংগ্রেসের৷

[দেশবিরোধী স্লোগান! কানহাইয়া-উমর খালিদদের শাস্তি বহাল রাখল জেএনইউ]

২০১৬-র বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করে শাসক তৃণমূলের সঙ্গে লড়াইয়ের ময়দানে অবতরণ করেছিল কংগ্রেস৷ ৪৪ আসন পেয়ে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছিল অধীর ব্রিগেড৷ কিন্তু ভোট পরবর্তী সময়ে একে একে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক চলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ জেলায় জেলায় শাসকের অত্যাচারের সামনে পড়তে হয়েছে কংগ্রেসকে৷ শক্ত ঘাঁটি মালদহ, মুর্শিদাবাদে কার্যত জমি হারা হতে বসেছে প্রদেশ কংগ্রেস৷ তৃণমূল থাবা বসিয়েছে গনি খান চৌধুরির খাস গড়েও৷ এমত পরিস্থিতিতে আবারও দল ভাঙার আশঙ্কা করছেন অধীর, মান্নানরা৷ সূত্রের খবর, বৈঠকে প্রদেশ নেতারা ছাড়াও হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক গৌরব গগৈও৷ তাঁর কাছ থেকে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক রিপোর্ট নেন রাহুল গান্ধী৷

The post তৃণমূল নাকি বাম কারা যোগ্য জোটসঙ্গী? প্রদেশ নেতাদের মন পড়লেন রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement