shono
Advertisement

Breaking News

রাহুলের চোখে ইতালির চশমা, আক্রমণ অমিত শাহের

কেজরি থেকে মমতা, শাহের নিশানায় বিরোধীরা৷
Posted: 09:37 PM Nov 20, 2016Updated: 04:07 PM Nov 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে ইতালির চশমা থাকায় ‘রাহুলবাবা’ দেশের উন্নতি দেখতে পাচ্ছেন না৷ এরকমই চাঁচাছোলা ভাষায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ রবিবার চণ্ডীগড়ের রামলীলা ময়দানে বিজেপির জনসভায় অমিত শাহ বলেন, “রাহুলবাবা কেন্দ্রের সব নীতির বিরোধিতা করে প্রমাণ দিচ্ছেন যে তিনি এখনও নাবালক৷ দেশের উন্নয়নের যজ্ঞ তিনি দেখতে পান না৷ তাঁর চোখে ইতালির চশমা৷”

Advertisement

একা রাহুল গান্ধীই নন, এদিন অমিত শাহের আক্রমণের নিশানায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ অমিত শাহের বক্তব্য, “মোদিজিকে এনে বিজেপি দেশকে কথা বলতে পারে, এমন একজন প্রধানমন্ত্রী দিয়েছে৷ রাহুল গান্ধী অনেক জায়গায় ঘুরে ঘুরে জানতে চাইছেন, প্রধানমন্ত্রী কী করেছেন? আমাদের প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি কথা বলতে পারেন৷ তিনি এই দেশকে স্বচ্ছ প্রসাশন উপহার দিয়েছেন৷ বিরোধীরাও তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না৷”

ইউপিএ ১ ও ২ আমলে দেশে দুর্নীতির মেঘে ঢেকে গিয়েছিল বলেও এদিন অভিযোগ করেছেন বিজেপি সভাপতি৷ পাশাপাশি কালো টাকার কারবারিদের রুখতে নোট বাতিলের সিদ্ধান্তকেও সরাসরি সমর্থন জানিয়ে শাহ বলেন, “সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়- সবাই এখন এক হয়ে গিয়েছেন৷ সকলে ভয় পেয়ে গিয়েছেন৷ আমি দেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আর ক’টা দিন একটু ধৈর্য্য ধরুন, সকলের আসল রূপ প্রকাশ্যে আসবে৷” অমিত শাহের সাফ কথা, “কালো টাকা ভারতের পক্ষে ক্যান্সারের মতো রোগ, নরেন্দ্র মোদি একজন দক্ষ সার্জেনের মতো সেই রোগকে বিনাশ করবেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement