সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিমের নাকু-লায় মুখোমুখি ভারত-চিন বাহিনী। সংঘর্ষও বেঁধেছিল দু’পক্ষের মধ্যে। এবার সেই চিনের আগ্রাসন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কটাক্ষ, “চিন ক্রমাগত ভারতে জমি দখল করছে। আর প্রধানমন্ত্রী গত এক মাসে একবারও চিনের নাম মুখে আনেননি।” ভারত-চিন সমস্যার সমাধান হবে কীভাবে, এদিন সেই পথও বাতলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
রাহুলের দাবি, দেশের অর্থনীতিকে ধ্বংস করছে প্রধানমন্ত্রী নীতি। আর তাই চিন আগ্রাসী পদক্ষেপ করার সাহস পাচ্ছে। এ প্রসঙ্গে টুইটারে তিনি লেথেন, “দেশের প্রধান শক্তি অর্থনীতি, যুব সমাজ এবং শান্তিপূর্ণ সমাজ। প্রধানমন্ত্রী তাঁর ধনকুবের বন্ধুদের সহায়তা করতে গিয়ে দেশের কৃষক-শ্রমিকদের ক্ষতি করছেন। ভারতকে ফাঁপা করে দিচ্ছে। এটা নাহলে চিন আগ্রাসী হওয়ার সাহস পেত না।” গত কয়েক মাস ধরেই চিনের প্রতি কেন্দ্রের নীতি নিয়ে বারবার সরব হয়েছেন রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না।