স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ রাজ্যে রেলপ্রকল্পগুলি নিয়ে কোনও সমস্যা নেই এমনটাই দাবি তাঁর৷ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব ঠিকঠাক চলছে বলে মন্তব্য করেছেন প্রভু৷ বৃহস্পতিবার কলকাতায় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিকাঠামো বিষয়ক এক আলোচনাচক্রে ভিডিও কনফারেন্সে এই বার্তা প্রভুর৷
এছাড়াও দেশে ৪০০টি মডেল স্টেশন হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ প্রভু বলছে এই মডেল স্টেশন গুলির পরিকাঠামো, সুযোগ-সুবিধা ভারতবাসীকে চমকে দেবে৷ শুধু তাই নয়, বিমান পরিষেবার সঙ্গেও টক্কর দেবে রেল পরিষেবা৷ বিমানবন্দরের মতোই ঝাঁ চকচকে হবে এই মডেল স্টেশন৷
পরিষেবা ও পরিকাঠামোর উন্নতিতে খড়্গপুর আইআইটি-র সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ রাজ্য সরকারের সঙ্গে যৌথ ভাবে প্রত্যেক স্টেশনগুলিতে বাস পরিষেবাও চালু করা কথা জানান তিনি৷
কনফারেন্সে বেঙ্গল চেম্বারের সভাপতি সুতনু ঘোষ দাবি করেছেন, পরিকাঠামোর উন্নয়নের জন্য জমি সমস্যার দ্রুত সমধান হওয়া গুরুত্বপূর্ণ৷
The post মমতার প্রশংসায় রেলমন্ত্রী সুরেশ প্রভু appeared first on Sangbad Pratidin.