shono
Advertisement

Breaking News

১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন

জানেন, ঘণ্টায় কত কিমি বেগে ছুটবে এই ট্রেনগুলি? The post ১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Mar 05, 2017Updated: 03:39 AM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ‘হাইস্পিড’ ট্রেনের স্বপ্ন আগামী দশ বছরের মধ্যেই বাস্তব হতে চলেছে৷ ঘণ্টায় ৬০০ কিলোমিটার গতির ট্রেন ভারতে চালানোর জন্য রেল মন্ত্রক ছ’টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ যদিও সেই আলোচনা একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে৷

Advertisement

শনিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে রেলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রভু৷ তিনি বলেছেন, এই সংস্থাগুলিকে আমরা ডেকেছি এবং দ্রূতগতির ট্রেন নিয়ে আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই বলে জানিয়েছি৷ সংস্থাগুলি তাতে রাজি হয়েছে৷ তারা যদি দ্রূতগতির ট্রেন এখানে তৈরি করতে পারে, তবে তা ভারত থেকে রফতানিও করা যাবে৷

(জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP)

বণিকসভা সিআইআই আয়োজিত তামিলনাডু বিজনেস লিডার্স সামিটে যোগ দিতে রেলমন্ত্রী প্রভু চেন্নাইয়ে এসেছিলেন৷ তবে ভারতে ‘হাইস্পিড’ ট্রেন ছুটতে আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নের জবাবে প্রভু জানান, দশ বছরের মধ্যেই ব্যাপারটি ঘটবে৷

The post ১০ বছরের মধ্যেই দেশে ছুটবে হাইস্পিড ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement