shono
Advertisement

Breaking News

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, প্রাণ গেল অবসরপ্রাপ্ত দুই রেলকর্মীর

উত্তর-পূর্ব সীমান্ত রেলে ব্যাহত পরিষেবা। The post প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, প্রাণ গেল অবসরপ্রাপ্ত দুই রেলকর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:49 PM Jan 27, 2019Updated: 02:49 PM Jan 27, 2019

রাজকুমার: লেভেল ক্রসিংয়ে প্রহরী নেই। অসমে ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল রেলেরই দুই অবসরপ্রাপ্ত কর্মীর। আহত হয়েছেন পাঁচ জন। তাঁরাও রেলে চাকরি করতেন। রবিবার সকালে দুর্ঘটনা ঘটল অসমের কোঁকরাঝাড় জেলায়। এই ঘটনায় সকালে উত্তর-পূর্ব রেলের গুয়াহাটি রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দেরিতে চলছে হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিও।

Advertisement

[‘সুপ্রিম কোর্ট না পারলে ২৪ ঘণ্টাতেই মেটাব মন্দির ইস্যু’, বার্তা যোগীর]

রবিবার সকালে দল বেঁধে পিকনিক করতে বেরিয়েছিলেন রেলের অবসরপ্রাপ্তকর্মীরা। তিনটি পিকআপ ভ্যান চেপে পিকনিক স্পটে যাচ্ছিলেন তাঁরা। সকাল দশটা নাগাদ দুর্ঘটনা ঘটল অসমের কোঁকড়াঝাড় জেলার বসুগাঁও এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসুগাঁও এলাকায় রেললাইনের ধারে লেভেল ক্রসিংয়ে কোনও প্রহরী নেই। অবসরপ্রাপ্ত রেলকর্মীদের দুটি পিকআপ ভ্যান পেরিয়ে গেলেও, রেললাইনে আটকে পড়ে তৃতীয় গাড়িটি। তখন উলটো দিক থেকে আসছিল আপ লোকমান্য তিলক এক্সপ্রেস। অত্যন্ত দ্রুতগতির ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার আহত হন পাঁচজন।

ভৌগোলিকভাবে অসমের অন্তর্গত হলেও, দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে। খবর পেয়ে তড়িঘড়ি অসমের কোঁকরাঝাড় জেলার বসুগাঁও এলাকায় পৌঁছান আলিপুরদুয়ার ডিভিশনের পদস্থ রেল আধিকারিকরা। পাঠানো হয় রিলিফ ট্রেনও। সকালের ব্যস্ত সময়ে বেশ কয়েক ঘণ্টা উত্তরবঙ্গ হয়ে অসম যাওয়ার পথে ব্যাহত হন ট্রেন চলাচল। এমনকী, হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন দেরিতে চলছে। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানানো হয়েছে রেলের তরফে।

বক্স খাটের ভিতর লুকানো মহিলার পচাগলা দেহ, উপরে নিশ্চিন্ত ঘুম ব্যক্তির]

The post প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা, প্রাণ গেল অবসরপ্রাপ্ত দুই রেলকর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement