shono
Advertisement

Breaking News

মোদির ‘বর্ষাতি’ মন্তব্যকে নিম্নস্তরের বললেন রাহুল

প্রধানমন্ত্রী মোদি ক্ষমা না চাইলে গোটা অধিবেশন বয়কটের হুমকি বিরোধীদের৷ The post মোদির ‘বর্ষাতি’ মন্তব্যকে নিম্নস্তরের বললেন রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:36 AM Feb 09, 2017Updated: 04:06 AM Feb 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘বর্ষাতি’ মন্তব্যের জেরে বৃহস্পতিবারও উত্তাল দেশের রাজনৈতিক মহল৷ এককাট্টা হয়ে বিরোধিতায় নেমেছে বিরোধী দলগুলি৷ বুধবারই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছিলেন কংগ্রেস সাংসদরা৷ প্রধানমন্ত্রী মোদি ক্ষমা না চাইলে গোটা অধিবেশন বয়কটের হুমকি দিয়েছেন তাঁরা৷ তবে বুধবার রাজ্যসভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর মোদির ‘বর্ষাতি’ মন্তব্যের জবাবে কিছু বলতে চাননি স্বয়ং মনমোহন সিং৷

Advertisement

বুধবার রাজ্যসভায় পূর্বসূরি মনমোহন সিংকে বেনজির আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দীর্ঘ ভাষণের এক ফাঁকে ইউপিএ আমলে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি৷ সেই প্রসঙ্গে এদিন মোদি কটাক্ষ করেন, “এত দুর্নীতি সত্ত্বেও ওঁর পোশাকে একটুও কালির ছিটে লাগেনি৷ একমাত্র ডক্টরসাবই জানেন, কীভাবে বর্ষাতি গায়ে চাপিয়ে বাথরুমে স্নান করতে হয়৷” এরপরই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস৷ কংগ্রেসের দাবি, কোনও প্রধানমন্ত্রী পূর্বসূরির বিরুদ্ধে এত কদর্য ইঙ্গিত করেননি৷ এই মন্তব্য মেনে নেওয়া যায় না৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, যখন প্রধানমন্ত্রী নিজের মান এতটা নিম্নস্তরে নামিয়ে এনে পূর্বসূরিকে কটাক্ষ করেন, তিনি দেশ ও সংসদের মর্যাদা ক্ষুন্ন করছেন৷

বিমানবন্দরের ধাঁচে ঢেলে সাজানো হচ্ছে হাওড়া, শিয়ালদহ-সহ ১৫ স্টেশন

প্রধানমন্ত্রীর সমালোচনা করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, একে সংসদীয় গনতন্ত্র বলে না৷ ওনারা (বিজেপি) এটাকে একনায়কতন্ত্রে পরিণত করছে৷ প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “এতটা কঠিন ও কদর্য মন্তব্য মেনে নেওয়া যায় না৷ এর আগে কোনও প্রধানমন্ত্রী পূর্বসূরির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেননি৷” এদিন রাজ্যসভায় দীর্ঘ ভাষণে দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে তাঁর সরকারের লড়াই করার সদিচ্ছাকেই তুলে ধরার চেষ্টা করেছেন মোদি৷ তখনই তাঁর জবাব, “আপনারা যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের ভাষা প্রয়োগ করেন, আপনাদেরও একই ভাষা শুনতে হবে৷” উল্লেখ্য, মঙ্গলবারও লোকসভায় নোট বাতিলের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে ‘ভূমিকম্প’ নিয়ে কটাক্ষ করেছিলেন মোদি৷ এর আগে তিনি মুখ খুললে ভূমিকম্প হবে বলে মন্তব্য করেছিলেন রাহুল৷ উত্তরাখণ্ডে দু’দিন আগে হওয়া ভূকম্পনের উল্লেখ করে কংগ্রেসের দুর্নীতি ও রাহুলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী৷

বিরোধীশূন্য বিধানসভায় পাশ ভাঙচুর বিরোধী বিল

টানা দু’টো মেয়াদে ইউপিএ সরকারের আমলে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ আর সেই সময়েই একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে সরকার৷ কয়লা খনি দুর্নীতি, টুজি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতি, টেলিকম লাইসেন্স বণ্টন, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি–তালিকাটি যথেষ্ট দীর্ঘ৷ কিন্তু নামী অর্থনীতিবিদ মনমোহন বরাবরই সমস্ত ধরনের সন্দেহের ঊর্ধ্বে থেকে গিয়েছেন৷ তাঁর ব্যক্তিগত সততাকে বারবার মূলধন করার চেষ্টা করেছে কংগ্রেস৷ এমনকী, মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেও তাঁকে আক্রমণের মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা হয়েছে৷ অন্যদিকে, বিজেপির মত, মনমোহন কোনওভাবেই ওই সমস্ত দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন না৷ দুর্নীতি রোধ করাও প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যেই পড়ে৷ সেই যুক্তিতেই এদিন মনমোহনের বিরুদ্ধে ওই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী৷

খালি পেটে এই খাবারগুলি একদম খাবেন না

The post মোদির ‘বর্ষাতি’ মন্তব্যকে নিম্নস্তরের বললেন রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement