shono
Advertisement

Breaking News

চালান কাটার সময় পালাতে গিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা SUV’র, মৃত পুলিশকর্মী-সহ ২

মদ্যপ অবস্থায় ছিল মৃত SUV চালক, মনে করছে পুলিশ।
Posted: 03:59 PM Aug 16, 2023Updated: 04:27 PM Aug 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোধপুর-নাগপুর হাইওয়েতে বিপজ্জনক গতিতে ছুটছিল একটি এসইউভি। সেটিকে থামায় পুলিশ। শুরুতে গাড়ি দাঁড় করালেও আচমকা পালায় সেটি। এর পর ১২৫ কিলোমিটার গতিতে উলটো দিক থেকে আসা পুলিশের একটি গাড়িকে পিষে দেয় সেটি। ভয়ংকর এই ঘটনায় মৃত্যু হয়েছে এসইউভি চালক এবং এক পুলিশকর্মীর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। এসইউভি গাড়ির চালক জালাসু নানক নাগপুরের বাসিন্দা। ঘটনার সময় ফোনে কারও সঙ্গে বচসা চলছিল তাঁর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও মনে করা হচ্ছে। ওই অবস্থাতেই বিপজ্জনক গতিতে ছুটছিল তাঁর এসইউভি। যা দেখে সেটিকে থামায় পুলিশ।

[আরও পড়ুন: আরও অস্বস্তিতে ইমরান, ৬টি মামলায় জামিন খারিজ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর]

প্রাথমিকভাবে গাড়ি দাঁড়া করালেও। পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন চালক। গতি আইন ভাঙায় পুলিশ চালান কাটতে গেলে আচমকা গাড়ি নিয়ে পালান তিনি। এর পরেই ১২০ কিলোমিটার গতিতে থাকা এসইউভি ধাক্কা মারে উলটো দিত থেকে আসা পুলিশের গাড়িতে। এর ফলেই মৃত্যু হয়েছে এসইউভি চালক জালাসু নানক এবং পুলিশকর্মী ভওয়রলাল বিষ্ণোইয়ের। গুরুতর আহত হয়েছেন কনস্টেবল অশোক সিং। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনার জেরে পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

[আরও পড়ুন: হাওয়াই জ্বলছে, অথচ মার্কিন প্রেসিডেন্ট ছুটি কাটাচ্ছেন সৈকতে! বিতর্কের মধ্যেই মুখ খুললেন বাইডেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement