সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক (Farmer) আন্দোলন নিয়ে সরগরম গোটা দেশ। অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকার। এই প্রেক্ষাপটে বেফাঁস মন্তব্য রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলাওয়ারের। তাঁর দাবি, চিকেন বিরিয়ানি খেয়ে আন্দোলনরত কৃষকরা বার্ড ফ্লু ছড়াচ্ছেন। বিধায়কের এমন মন্তব্য নিয়ে চতুর্দিকে চলছে জোর চর্চা।
করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই কেন্দ্রের চাপ বাড়িয়েছে বার্ড ফ্লু (Bird flu)। কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, রাজস্থানে হাঁস, মুরগি, পাখির মৃত্যুর হিড়িক লেগেছে। মৃত পাখিদের শরীরে এইচ৫এন১ ভাইরাস মিলেছে। তারপরেই সতর্কতা জারি করেছে কেন্দ্র। চার রাজ্যে ১২টি বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে খামারগুলোকে কড়া নির্দেশ দিয়েছে। সেই প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়কের দাবি, এসবই নাকি আন্দোলনরত কৃষকদের চক্রান্ত। তাঁরাই নাকি মুরগির মাংসের বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়াচ্ছেন।
[আরও পড়ুন: কৃষি আইন নিয়ে লাগাতার প্রতিবাদের মাঝে আত্মহত্যা, দিল্লি সীমানায় বিষ খেয়ে আত্মঘাতী এক কৃষক]
মদন দিলাওয়ার (Madan Dilawar) নানাভাবে কৃষকদের কটাক্ষ করেন। তাঁর দাবি, “কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন। কাজু বাদাম খাচ্ছেন। তাঁরা আন্দোলনের মাঝে বেশ জমিয়ে পেটপুজো করছেন। আমার মনে আন্দোলনরত কৃষকদের মধ্যে অনেকেই জঙ্গি, চোর, ডাকাত রয়েছে। তারা প্রকৃত কৃষকদের শত্রু। যদি সরকার আন্দোলনরতদের জোর করে কিংবা বুঝিয়ে হঠাতে না পারে তবে দেশের বড়সড় ক্ষতি হবে।”
কেন্দ্রের আনা কৃষি আইনের বিরোধিতায় পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আত্মহত্যাও করছেন কেউ কেউ। তারপরেও বিজেপি বিধায়কের এমন বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। রাজস্থানের কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাসরা বিজেপি বিধায়কের বক্তব্যের চূড়ান্ত বিরোধিতা করেছেন। বিধায়কের কথার মাধ্যমে কৃষক আন্দোলন নিয়ে বিজেপির ভাবনাচিন্তা প্রকাশ পাচ্ছে বলেই কটাক্ষ তাঁর।