shono
Advertisement

রোজভ্যালি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজীব, সময় চেয়ে পালটা চিঠি সিবিআইকে

গোপন আস্তানা থেকে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করলেন রাজীব কুমার৷ The post রোজভ্যালি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজীব, সময় চেয়ে পালটা চিঠি সিবিআইকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Sep 23, 2019Updated: 05:35 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে সময় চেয়ে সিবিআইকে পালটা চিঠি দিলেন রাজীব কুমার৷ গোপন আস্তানা থেকে আইনজীবী মারফত সোমবার সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান৷ এবং সেই চিঠিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআইয়ের তদন্তকারীদের কাছে সময় চাইলেন তিনি৷ সূত্রের খবর, রাজীবকে আর সময় দিতে রাজি নন সিবিআইয়ের আধিকারিকরা৷

Advertisement

[ আরও পড়ুন: সেলিমপুরে এবিভিপির মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র গোটা এলাকা ]

সারদার পর রোজভ্যালি মামলাতে রাজীব কুমারকে জেরা করতে চেয়ে রবিবার তাঁর বাড়িতে নোটিস পাঠায় সিবিআই। পার্ক স্ট্রিটে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আবাসনে গিয়ে নোটিস দেন সিবিআইয়ের পাঁচজন আধিকারিক। কলকাতার প্রাক্তন পুলিশ কুমারকে সোমবার সিজিওতে হাজিরা দিতে বলা হয়৷ কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান রাজীব কুমার৷ বরং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান সিবিআইয়ের কাছে৷ চিঠিতে রাজীব জানান, ওই সময় পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন৷ তাই তাঁকে যেন সময় দেওয়া হয়৷ যদিও রাজীবকে আর সময় দেওয়া হবে না বলেই, সিবিআই সূত্রে খবর৷

[ আরও পড়ুন: ‘অযথা ভয় নয়, এখানে এনআরসি হতে দেব না’, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর ]

অন্যদিকে, রাজীবের ছুটির সময় নিয়েও এবার তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ কারণ, এর আগের একটি চিঠিতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর ছুটির মেয়াদ উল্লেখ রয়েছিলেন রাজীব কুমার৷ কিন্তু সোমবারের চিঠিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন বলে জানান তিনি৷ ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কীভাবে বাড়তি পাঁচদিন ছুটি পেলেন গোয়েন্দা প্রধান? সূত্রের খবর, এই প্রশ্নের উত্তর পেতে ফের একবার নবান্নে চিঠি পাঠাতে পারেন সিবিআইয়ের অফিসাররা৷ পাশাপাশি, সারদা মামলায় গ্রেপ্তারি এড়াতে মরিয়া রাজীব কুমার৷ সোমবার ফের হাই কোর্টে আগাম জামিনের আবেদন করলেন তিনি৷ রাজীবের তরফে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী৷ মঙ্গলবার হতে পারে এই মামলার শুনানি৷

The post রোজভ্যালি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজীব, সময় চেয়ে পালটা চিঠি সিবিআইকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার