shono
Advertisement

মর্মান্তিক! ‘মৃত স্ত্রীকে নিজের কাঁধে নিয়ে দাহ করতে যাই’, যন্ত্রণার কথা রাজপাল যাদবের মুখে

সেই মানসিক কষ্ট এখনও কুরে কুরে খায় অভিনেতাকে।
Posted: 07:23 PM Jun 25, 2023Updated: 07:23 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী। মেয়ের বয়স তখন মোটে ১ দিন। সন্তানকে বাড়িতে রেখে নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করতে যান রাজপাল যাদব। সেই মানসিক কষ্ট এখনও কুরে কুরে খায় অভিনেতাকে!

Advertisement

রাজপাল যাদবের বয়স তখন মাত্র ২০। কাজ করতেন কাপড়ের ফ্যাক্টরিতে। পরিবারে অর্থাভাব। অন্তঃসত্ত্বা স্ত্রীয়ের সঙ্গে দেখা করার কথা ছিল পরের দিনই। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যান রাজপালের স্ত্রী। দেখা করা আর হয়নি তাঁর সঙ্গে। পরিবর্তে মৃত স্ত্রীকে নিজের কাঁদে তুলে নিয়ে সৎকার করতে গিয়েছিলেন রাজপাল।

[আরও পড়ুন: ‘বউ যা বলে তাই করি’, বচ্চন পরিবারের ‘সিক্রেট’ ফাঁস করলেন অভিষেক]

রাজপাল যাদবের কথায়, “যে বয়সে মানুষের আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকে না, তখন আমাকে এমন ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। গ্রামের সকলে বলাবলি করতেন কত কষ্ট করে একটা কাজ জুটিয়েছিলাম। ভেবেছিলাম সুখের সংসার হবে। তবে সন্তানের জন্ম দিতে গিয়ে স্ত্রী মৃত্যু হল। কী কপাল!”

তিন দশক আগেকার কথা। ১৯৯১ সালে প্রথম স্ত্রীকে হারান রাজপাল। তাঁর অভিনেতা হয়ে ওঠা দেখে যেতে পারেননি প্রথমা পত্নী। মেয়ের তখন দুধের শিশু। অভিনেতার মা-বোনেরাই তার দেখভাল করতেন। এরপর দ্বিতীয়বার ফের বিয়ে করেন রাজপাল যাদব।

[আরও পড়ুন: ‘জেলে ভয়ংকর যন্ত্রণা’, সঞ্জয় দত্তের দুর্বিষহ অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন অভিষেক-অজয়রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement