সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুচরোর সংকট, তাই হাতে টাকা নেই অনেকেরই৷ এদিকে বহু ছোটখাটো রেস্তরাঁতেই এখনও ডেবিট কার্ড নেওয়া হয় না৷ তাই সমস্যা খাওয়াদাওয়ায়! কুছ পরোয়া নেহি৷ এবার ৫ টাকাতেই মিলবে জলখাবার৷ আর ৮ টাকাতেই ভরপেট লাঞ্চ কিংবা ডিনার৷
শুধু হাতে টাকা না থাকলেই নয়, এই মূল্যে খাবার পাবেন অনেকেই৷ তাঁদের মধ্যে যেমন আছেন ছাত্র-ছাত্রী, কর্মরত মহিলা তেমনই আছেন শ্রমিক, রিকশাওয়ালারাও৷ ‘অন্নপূর্ণা রসুই’ নামে এই প্রকল্প চালু হচ্ছে শিগগিরি৷ সৌজন্যে রাজস্থান সরকার৷ সকলেই যাতে সুলভে খাবার পান, সে কারণেই এই সরকারি উদ্যোগ৷ আর তাই জলখাবারের দাম রাখা হয়েছে মোটে পাঁচ টাকা৷ লাঞ্চ ও ডিনারের জন্য দাম ধার্য করা হয়েছে আট টাকা৷
আপাতত ১২ টি জেলায় শুরু হচ্ছে এই প্রকল্প৷ তার মধ্যে আছে উদয়পুর, আজমের, বিকানেরের মতো জেলাও৷ ৮০টি ভ্যানে করে এই খাবার সরবরাহ করা হবে বলেও জানা যাচ্ছে৷ এই সপ্তাহেই বসুন্ধরা রাজে সরকারের বর্ষপূর্তি হচ্ছে৷ সূত্রের খবর, সেই উপলক্ষেই এই প্রকল্প চালু করতে চলেছে সরকার৷ নোট নিয়ে সংকটের এই দিনকালে রাজস্থানের মানুষের জন্য এই প্রকল্প যে রীতিমতো সুখবর, তা বলাই বাহুল্য৷
The post হাতে টাকা নেই? এবার ৮ টাকাতেই পাবেন ভরপেট খাবারদাবার appeared first on Sangbad Pratidin.