shono
Advertisement

‘আলিয়ার মতো পরিশ্রমী আগে দেখিনি’, হঠাৎ কেন স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ রণবীর?

রণবীরের মুখে এমন কথা শুনে আপ্লুত আলিয়া।
Posted: 07:52 PM Oct 30, 2023Updated: 07:52 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কফি উইথ করণে’ এসে মনের কথা উজাড় করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রাক্তনদের নিয়ে কথা বলতে গিয়ে, স্পষ্টভাবে রণবীর কাপুরের নাম না নিলেও, দীপিকা কিন্তু আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর তাঁর জীবনে কেমন ঝড় উঠেছিল!

Advertisement

‘কফি উইথ করণে’র দীপিকা ও রণবীর সিংয়ের এপিসোড নিয়ে তুমুল হইচই। নেটিজেনরা কেউ রিলেশনশিপ নিয়ে দীপিকার মন্তব্যের সমালোচনা করছেন, কেউ আবার দীপিকাকে কটাক্ষ করছেন। ঠিক এই সময় প্রকাশ্য়ে আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রণবীর কাপুর। এক সাক্ষাৎকারে স্পষ্টই আলিয়ার প্রশংসা করে রণবীর জানালেন, ”আলিয়ার মতো পরিশ্রমী অভিনেত্রী আগে দেখিনি।  ছবিতে অভিনয় করার সময় ওর নিষ্ঠা সত্যি আমাকে অবাক করে।”

[আরও পড়ুন: ঠান্ডা মাথায় খুন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি? রহস্য দানা বাঁধতেই প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট]

তা হঠাৎ আলিয়া প্রশংসায় পঞ্চমুখ কেন রণবীর?

নিন্দুকরা বলছেন, রণবীরও নাকি দেখেছেন দীপিকা ও রণবীর সিংয়ের ‘কফি উইথ করণে’র এপিসোড। আর দীপিকাকে জ্বালাতেই নাকি প্রকাশ্য়ে আলিয়ার প্রশংসা করলেন রণবীর। তবে এই সাক্ষাৎকারে ‘কফি উইথ করণ’ নিয়ে মুখ খোলেননি রণবীর কাপুর।

[আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ‘তেজস’! তবু তেজি কঙ্গনার অভিশাপ, ‘আমার খারাপ চাইলেই দুর্ভোগে পড়বেন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement