সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা’র ‘শ্রীভল্লি’ তিনি। পেয়েছেন ‘ন্যাশনাল ক্রাশ’-এর তকমা। এরপরও মনখারাপ রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna)। নিন্দুকদের লাগাতার ব্যঙ্গ, বিদ্রুপ ও কটাক্ষে অত্যন্ত আহত তিনি। খোলা চিঠি লিখে নিজের মনের অবস্থা অনুরাগীদের জানালেন অভিনেত্রী।
২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয় জগতে রশ্মিকার সফর শুরু হয়। তারপর তামিল, তেলুগু ভাষাতেও চুটিয়ে অভিনয় করেছেন। সারা ভারতে রশ্মিকা তুমুল জনপ্রিয়তা পান ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় শ্রীভল্লির ভূমিকায় অভিনয় করে। অনুরাগীরা তাঁকে ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে অভিহিত করেন। তবে প্রশংসার পাশাপাশি অভিনেত্রীকে বহুবার নিন্দার মুখেও পড়তে হয়েছে। নানা কুরুচিকর মন্তব্যও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, প্রথম বলিউড সিনেমা ‘গুডবাই’ ব্যর্থ হওয়ার পর থেকেই সমালোচনা মুখে পড়তে হচ্ছে রশ্মিকাকে। তার জেরেই এই চিঠি তিনি লিখেছেন।
[আরও পড়ুন: জন্মের ৩ দিনের মধ্যেই ফাঁস আলিয়া-রণবীরের মেয়ের ছবি! ভাইরাল ভিডিও]
অবশ্য রশ্মিকার বক্তব্য, নিন্দার এই পালা এক সপ্তাহ, মাস কিংবা এক বছরের বিষয় নয়, তার আগে থেকেই চলছে। অনেকেই রশ্মিকাকে এমন কটাক্ষ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু অভিনেত্রীর মনে হয়েছে জবাব তাঁর দেওয়া প্রয়োজন। তাই খোলা চিঠি লিখেছেন।নিজের চিঠিতে রশ্মিকা জানিয়েছেন, কেরিয়ারের শুরু থেকেই তাঁকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে। পাঞ্চিং ব্যাগের মতো আঘাত করা হয়েছে তাঁকে। এই বিষয়গুলিতে তিনি ভীষণভাবে আহত হয়েছেন।
রশ্মিকা জানেন, এ পৃথিবীতে সকলের ভালবাসা পাওয়া সম্ভব নয়। তবে মনখারাপ তো হয়ই! অভিনেত্রী লেখেন, “নেটদুনিয়ায় আমায় যখন হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, যা বলিনি তা নিয়ে কটাক্ষ করা হয়, আমার মন ভেঙে চুরমার হয়ে যায়। সত্যি কথা বলতে কি এগুলো চূড়ান্ত হতাশাজনক।” সমালোচনাকে রশ্মিকা সবসময় স্বাগত জানান। কারণ, তা কোনও মানুষকে নিজের ভুল শুধরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এই ঘৃণা আর নিন্দার প্রবনতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? প্রশ্ন করেন অভিনেত্রী। এতকিছুর মধ্যেও নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। অনুরাগীদের প্রতি ভালবাসাও ব্যক্ত করেছেন।
[আরও পড়ুন: রহস্যে মোড়া মিমির ‘খেলা যখন’ ছবির পোস্টার, সত্যের খোঁজে অভিনেত্রীর সঙ্গী কারা?]