সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হওয়ার আগেই সমস্যা জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ প্রথমে অধিনায়ক বিরাট কোহলি৷ এবার আরসিবিকে চিন্তায় ফেলে দিলেন কে এল রাহুল৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের প্রথম টেস্টেই কাঁধে চোট পেয়েছিলেন ভারতীয় দলের ওপেনার৷ চোট নিয়ে পুরো সিরিজটাই খেলেন৷ কিন্তু কাঁধের চোট ক্রমশ বাড়ছে৷ তাই তিনি লন্ডনে উড়ে যাচ্ছেন অস্ত্রোপচার করতে৷ ফলে আইপিএল-এর দল থেকে আপাতত বাদ পড়লেন তিনি৷
[বিরাটকে খুন করতে চেয়েছিলেন এই অজি ক্রিকেটার!]
আরসিবি কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন, “আমরা চাই রাহুল পুরো সুস্থ হয়েই দলে যোগ দিক৷” তবে বিরাট প্রসঙ্গে তিনি বলেন, “কোহলিকে নিয়ে ছবিটা খুব একটা পরিষ্কার নয়৷ আশা করছি, চার-পাঁচদিনের মধ্যে পুরোপুরি বোঝা যাবে৷ বিরাটের পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হচ্ছে এ বি ডিভিলিয়ার্সকে৷”
[সাইনাকে হারিয়ে ইন্ডিয়া ওপেনের শেষ চারে সিন্ধু]
এদিকে, পুণে দলের জার্সি গায়ে নামা হচ্ছে না দুরন্ত ফর্মে থাকা রবিচন্দ্রণ অশ্বিনের৷ টানা ম্যাচ খেলার জন্য হার্নিয়ার সমস্যা দেখা দিয়েছে ভারতীয় স্পিনারের৷ সেই কারণেই তাঁকে কয়েকটি ম্যাচে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চোটের কবলে ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়ও৷ এই মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার কথা তাঁর৷ তবে আপাতত অস্ত্রোপচারের জন্য দলের বাইরে তিনিও৷ গোটা টুর্নামেন্টেই তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে৷ টানা টেস্ট সিরিজ খেলে ক্লান্ত পেসার উমেশ যাদবও৷ ফলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে৷ সব মিলিয়ে একগুচ্ছ ভারতীয় তারকা ছাড়াই শুরু হতে চলেছে এবারের আইপিএল৷
The post আসন্ন আইপিএল থেকে বাদ পড়লেন অশ্বিন-রাহুল appeared first on Sangbad Pratidin.